Monday, 25 September 2017

 

বাকৃবিতে ডিজিটাল হাজিরা পদ্ধতির উদ্বোধন

আবুল বাশার মিরাজ, বাকৃবি প্রতিনিধি►বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রশাসনিক মূলভবন ও প্রশাসনিক ভবন-২ এর রেজিস্ট্রি ও হিসাব শাখার কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ডিজিটাল হাজিরা পদ্ধতি চালু করা হয়েছে। মঙ্গলবার দুপুর একটা'র দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে পরীক্ষামূলকভাবে এই পদ্ধতির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর।

উদ্ধোধনী অনুষ্ঠানে অধ্যাপক ড. মো. আলী আকবর বলেন, দেশ ডিজিটাল হচ্ছে। ডিজিটাল বাংলাদেশ গড়তে ও তাল মেলাতেই আমাদের এ উদ্যোগ। ডিজিটাল হাজিরা মেশিন চালুর ফলে আধুনিক প্রযুক্তিতিতে একধাপ এগিয়ে গেল বাকৃবি।

সেসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী, সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম জাকির হোসেন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ছাইফুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন এবং  রেজিস্ট্রি ও হিসাব শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।