Saturday, 20 January 2018

 

“এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত”

ক্যাম্পাস ডেস্ক:আজ, ডিসেম্বর ১৪, ২০১৭, সকাল ১০.০০ ঘটিকায় এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর নিজস্ব মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা প্রফেসর ড. সৈয়দ জাবিদ হোসেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার (চ:দা:) মোঃ শাহরিয়ার কবির। এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি

ক্যাম্পাস ডেস্ক:আগামী ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। দিবসের কর্মসূচিতে আছে- ১৪ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসন ভবন, আবাসিক হল ও অন্যান্য ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন, সকাল ৭:১৫ মিনিটে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শহীদ স্মৃতিসংগ্রহশালার পক্ষ থেকে প্রশাসন ভবনের পশ্চিম চত্বরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকে পুস্পস্তবক অর্পণ। সকাল ৭:৩০ মিনিটে রাবি শিক্ষক সমিতিসহ অন্যান্য সমিতি, হল প্রশাসন ও পেশাজীবী সংগঠনের প্রভাত ফেরি ও পুস্পস্তবক অর্পণ। বাদ জোহর কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ মোনাজাত এবং সন্ধ্যা ৫:৩০ মিনিটে কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে বিশেষ প্রার্থনা।

বাকৃবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

বাকৃবি প্রতিনিধি:যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টায় বিশ্ববিদ্যালয়ের বধ্যভুমিতে পুষ্পাঞ্জলী অর্পণ করেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকতারা বধ্যভূমিতে পুষ্পার্পণ করেন।

মহান বিজয় দিবস উপলক্ষে নোবিপ্রবি ছাত্রলীগের ৬ দিন ব্যাপী কর্মসূচির উদ্বোধন

কামরুল হাসান শাকিম, নোবিপ্রবি প্রতিনিধি:নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(নোবিপ্রবি) শাখা ছাত্রলীগের উদ্যোগে মহান বিজয় দিবস-১৭ এর ৬ দিন ব্যাপী আয়োজনের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ডিসেম্বর) বেলা ১২ ঘটিকায় শাখা ছাত্রলীগের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পু®পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবারণ এর মাধ্যমে এ কর্মসূচি র সূচনা করা হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ক্যাম্পাস ডেস্ক: আজ বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। এদিন ভোরে প্রধান প্রধান ভবনে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। সকাল ৭:১৫ মিনিটে উপাচার্য ভবন থেকে প্রভাত ফেরিসহ উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা, কোষাধ্যক্ষ প্রফেসর এ কে এম মোস্তাফিজুর রহমান ও রেজিস্ট্রার প্রফেসর এম এ বারীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে ও প্রশাসন ভবনের পশ্চিম চত্বরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস পালিত

ক্যাম্পাস ডেস্ক:আজ মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস পালন করা হয়। এই উপলক্ষে প্রকৌশল অনুষদের উদ্যোগে এক শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি চতুর্থ বিজ্ঞান ভবনে শুরু হয়ে সিনেট ভবন চত্বরে শেষ হয়। শোভাযাত্রায় প্রকৌশল অনুষদভুক্ত ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়ালস সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট অন্যান্যরা অংশ নেয়।

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষনার প্রতিবাদে শেকৃবিতে মানববন্ধন

সোয়েব মাহমুদ:জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতির দেওয়ার প্রতিবাদে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ এবং মানববন্ধন করেছে শেরেবাংলা  কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তাদের সাথে উপস্থিত ছিলেন প্রাণরসায়ন বিভাগের সহকারী অধ্যাপক কৃষিবিদ আরিফ হোসাইন ও কৃষিবিদ নিপা মোনালিসা।

দুর্ঘটনার কবলে নোবিপ্রবির বাস-আহত ২

কামরুল হাসান শাকিম:নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিবহন সার্ভিসের বিশ্ববিদ্যালয়-বসুরহাট গামী বাস সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। আজ (১০ ডিসেম্বর) সকাল প্রায় সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে বাসটির ড্রাইভার ও ড্রাইভারের সহযোগি আহত হন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন-নূর হোসেন (ড্রাইভার) ও রহমত (সহযোগী)।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবসের কর্মসূচি

ক্যাম্পাস ডেস্ক:আগামী ১৬ ডিসেম্বর শনিবার মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসের কর্মসূচিতে আছে-ভোরে সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসন ভবন, আবাসিক হল ও অন্যান্য ভবনে জাতীয় পতাকা উত্তোলন। রাত ১২:০১ মিনিটে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শহীদ স্মৃতিসংগ্রহশালার পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ। সকাল ৬:৪৫ মিনিটে শিক্ষক সমিতিসহ বিভিন্ন সমিতি, হল প্রশাসন ও সংগঠনের প্রভাত ফেরি ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ। সকাল ৭টায় বিশ্ববিদ্যালয় বধ্যভূমির স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ।

বাকৃবিতে ময়মনসিংহ মুক্তদিবস পালিত

বাকৃবি প্রতিনিধি:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আজ ‘ময়মনসিংহ মুক্ত দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদ্যাপন কর্মসূচির দিবসটি উপলক্ষে গৃহীত কর্মসূচির মাঝে ছিল জাতীয় পতাকা উত্তোলন ও বিজয় শোভাযাত্রা। সকাল সাড়ে ১০টার দিকে বিজয় শোভাযাত্রার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোঃ জসিমউদ্দিন খান। উদ্বোধন শেষে প্রশাসন ভবন থেকে এক বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শেষ হয়।