Saturday, 24 February 2018

 

নোবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপন

কামরুল হাসান শাকিম, নোবিপ্রবি প্রতিনিধি:নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বর্ণাঢ্য আয়োজনে ৪৬তম মহান বিজয় দিবস ২০১৭ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার (১৬ ডিসেম্বর ২০১৭) বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট ও ছাত্রসংগঠনসমূহ ক্রীড়া প্রতিযোগিতা ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। দিবসটি উদযাপনে বিশ্ববিদ্যালয়ের হলগুলো শিক্ষার্থীদের জন্য বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করে।

নোবিপ্রবিতে নানা আয়োজনে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

কামরুল হাসান শাকিম, নোবিপ্রবি প্রতিনিধি:নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সপ্তাহব্যাপি আয়োজিত বিজয় দিবসের কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর ২০১৭) শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সকালে ‘দেশের সূর্য সন্তানদের পবিত্র স্মৃতিতে সশ্রদ্ধ সালাম’ স্লোগানে ক্যাম্পাসে এক শোক র‌্যালি বের করা হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সকলে অংশগ্রহণ করে। র‌্যালিটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠন ও পরিষদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ হয়।

বাকৃবিতে বিজয় দিবসে কবিতা আবৃত্তি

বাকৃবি প্রতিনিধি: বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) “জাগরণে কবিতা : বিজয়ে কবিতা” শীর্ষক কবিতা আবৃত্তি অনুষ্ঠানের অায়োজন করা হয়। আজ সোমবার বিকাল সাড়ে ৪ টায় বিশ্ববিদ্যালয়ের 'বিজয় ৭১' পাদদেশে সাহিত্য সংঘের আয়োজনে এ কবিতা আবৃতি অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ, নির্মলেন্দু গুণ সহ বিভিন্ন কবির কবিতা আবৃত্তি করা হয়।

“এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত”

ক্যাম্পাস ডেস্ক:আজ, ডিসেম্বর ১৪, ২০১৭, সকাল ১০.০০ ঘটিকায় এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর নিজস্ব মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা প্রফেসর ড. সৈয়দ জাবিদ হোসেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার (চ:দা:) মোঃ শাহরিয়ার কবির। এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস পালিত

বাকৃবি প্রতিনিধি:যথাযথ মর্যাদায় এবং বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে কুচকাওয়াজ, পুষ্পস্তবক অর্পণ, মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারবর্গের সংবর্ধনা, কবিতা আবৃত্তি এবং আবাসিক হলগুলোতে খেলাধুলা অনুষ্ঠিত হয়েছে।

বাকৃবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

বাকৃবি প্রতিনিধি:যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টায় বিশ্ববিদ্যালয়ের বধ্যভুমিতে পুষ্পাঞ্জলী অর্পণ করেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকতারা বধ্যভূমিতে পুষ্পার্পণ করেন।

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস-২০১৭ পালিত

ক্যাম্পাস ডেস্ক:আজ, ডিসেম্বর ১৬, ২০১৭, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এ মহান বিজয় দিবস -২০১৭ উদযাপন করা হয়। এ উপলক্ষে পতাকা উত্তোলন, র‌্যালি, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ও ক্যাম্পাসে আলোকসজ্জার আয়োজন করা হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ক্যাম্পাস ডেস্ক: আজ বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। এদিন ভোরে প্রধান প্রধান ভবনে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। সকাল ৭:১৫ মিনিটে উপাচার্য ভবন থেকে প্রভাত ফেরিসহ উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা, কোষাধ্যক্ষ প্রফেসর এ কে এম মোস্তাফিজুর রহমান ও রেজিস্ট্রার প্রফেসর এম এ বারীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে ও প্রশাসন ভবনের পশ্চিম চত্বরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদ্যাপিত

ক্যাম্পাস ডেস্ক:রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন আয়োজন-অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ বিজয় দিবস উদ্যাপন করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ বিভিন্ন পেশাজীবী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নিজ নিজ কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করে।

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষনার প্রতিবাদে শেকৃবিতে মানববন্ধন

সোয়েব মাহমুদ:জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতির দেওয়ার প্রতিবাদে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ এবং মানববন্ধন করেছে শেরেবাংলা  কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তাদের সাথে উপস্থিত ছিলেন প্রাণরসায়ন বিভাগের সহকারী অধ্যাপক কৃষিবিদ আরিফ হোসাইন ও কৃষিবিদ নিপা মোনালিসা।