Friday, 15 December 2017

 

বিনা বিল'২০১৭ এবং বারি বিল'২০১৭-তে মহামান্য রাষ্ট্রপতির সম্মতি জ্ঞাপন

এগ্রিলাইফ২৪ ডটকম:বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) বিল, ২০১৭ এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), বিল, ২০১৭ এই ২টি বিলে মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ তাঁর সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। বৃহস্পতিবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের রাষ্ট্রপতি দশম জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনে জাতীয় সংসদ কর্তৃক গৃহীত নিম্নলিখিত দুটি বিলে বৃহস্পতিবার তার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। বিল দুটি হলো বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) বিল, ২০১৭ এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) বিল, ২০১৭। ফলে বিল দুটি আইনে পরিণত হলো।