Monday, 23 July 2018

 

নোবিপ্রবিতে গবেষণাকার্য পরিচালনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কামরুল হাসান শাকিম, নোবিপ্রবি প্রতিনিধি:"একজন গবেষক কি পদ্ধতি অবলম্বন করে গবেষণাকার্য পরিচালনা করলে তার নিজের এবং গবেষণাগারের প্রয়োজনীয় যন্ত্রের ক্ষতিসাধন হবে না" প্রতিপাদ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গতকাল  মঙ্গলবার (২৩ মে ২০১৭) বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ভিড়িও কনফারেন্স রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এসকো লাইফ সায়েন্স বাংলাদেশ এর আয়োজন করে। নোবিপ্রবি মেরিন সায়েন্স এন্ড ফিশারিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান। সেমিনারে স্পিকার ছিলেন শেহরিন মঞ্জুর।

সেমিনারে বক্তরা গবেষণা মান অধিকতর সঠিক হওয়ার করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।উক্ত সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয়।