Wednesday, 15 August 2018

 

র‌্যালি ও বৃক্ষরোপণের মাধ্যমে নোবিপ্রবিতে কৃষি দিবস পালিত

কামরুল শাকিম নোবিপ্রবি থেকে: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এগ্রিকালচার বিভাগের উদ্যোগে ‘জাতীয় কৃষি দিবস ২০১৬’ পালিত হয়েছে। মঙ্গলবার সকালে এ উপলক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং জাঁকজমকপূর্ণ পরিবেশে লুঙ্গি পরে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে বর্ণাঢ্য এক র‌্যালি বের করা হয়।

এতে উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান, উপউপাচার্য প্রফেসর ড. মো. আবুল হোসেন, রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক, এগ্রিকালচার বিভাগের চেয়ারম্যান ড. মো. আতিকুর রহমান ভুঁঞা, সহযোগী অধ্যাপক ড. গাজী মহসীন হোসেন,সহকারী অধ্যাপক আবু বক্কর সিদ্দীক, কাউসার হোসেন ও সোহরাব হোসেন, প্রভাষক মোহাম্মদ শফিকুল ইসলাম, মারুফ বিল্লাহ সহ বিভাগের সকল ব্যাচের ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করে।

পরে উপাচার্য সকলকে সঙ্গে নিয়ে অডিটোরিয়াম সংলগ্ন প্রবেশ পথে বৃক্ষরোপণ করেন।