Wednesday, 15 August 2018

 

ডি‌প্লোমা কৃষিবিদ কল্যান স‌মি‌তি,গাজীপুর এর বা‌র্ষিক সাধারন সভা-২০১৬ অনু‌ষ্ঠিত

ফরহাদ আহমেদ গাজিপুর থেকে:১০ ডি‌সেম্বর, শ‌নিবার, বাংলা‌দেশ কৃ‌ষি গ‌বেষনা ইন‌ষ্টি‌টিউট, জয়‌দেবপুর, গাজীপুর এর প্র‌শিক্ষন ভব‌নের হল রু‌মে স‌মি‌তির ডি‌প্লোমা কৃষিবিদ কল্যান স‌মি‌তি,গাজীপুর এর বা‌র্ষিক সাধারন সভা-২০১৬ সকাল ১১ ঘ‌টিকায় শুরু হয়।

স‌মি‌তির সি‌নিয়র সহ সভাপ‌তি জনাব মোঃ আহাদ নুর মোল্লা’র উপস্থাপনায় সভাপ‌তির আসন অলংকৃত করেন স‌মি‌তির সভাপ‌তি জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা।

পরব‌র্তি‌তে সভার সভাপ‌তির অনুম‌তিক্র‌মে সভায় সাধারন সম্পাদ‌ককে কা‌জে সহ‌যো‌গিতার করার জন্য নতুন এক‌টি পদ যুগ্নসাধারন সম্পাদক পদ সৃ‌ষ্টি ক‌রে জনাব ‌মোঃএকরাম হো‌সেন‌কে দা‌য়িত্ব প্রদান করা হয়।
স‌মি‌তির সম্পাদক প্রশাসন জনাব মোঃ সাইফুল ইসলাম মোটর সাই‌কেল দুর্ঘটনায় আহত হয়ে অসুস্থ্য থাকায় তার জন্য দোয়া করা হয়।‌ দোয়া প‌রিচালনা ক‌রেন স‌মি‌তির দপ্তর সম্পাদক জনাব মোঃজুল‌ফিকার আলী।

এরপর গত বছ‌রের আয় ব্যয় হিসাব বিবরনী পেশ ক‌রেন অর্থ সম্পাদক জনাব মোঃ রাজু আহ‌মেদ পার‌ভেজ। উন্মুক্ত আ‌লোচনায় সাধারন সদস্য‌দের ম‌ধ্যে আ‌লোচনা‌ন্তে এক‌টি স্থাপনা নির্মানক‌ল্পে জ‌মিক্র‌য়ের সিদ্ধান্ত গৃহীত হয়।
অনুষ্ঠানে স‌মি‌তির প্রায় ৩৫ জন সদস্য উপ‌স্থিত ছিল।

মধ্যাহ্ন ভোজনের মধ্যে দিয়ে সভা সমাপ্ত হয়।