Wednesday, 15 August 2018

 

বাকৃবিতে উদীচী শিল্পীগোষ্ঠির নতুন কমিটি

বাকৃবি প্রতিনিধি:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) উদীচী শিল্পীগোষ্ঠির  বিশ্ববিদ্যালয় শাখা সংসদের ৪১ সদস্য বিশিষ্ট  নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল আলম সভাপতি এবং ফুড ইঞ্জিনিয়ারিং শেষ বর্ষের শিক্ষার্থী পলাশ চক্রবর্ত্তী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়াও কমিটিতে সহ সভাপতি হিসেবে অধ্যাপক ড. মো. মোহাম্মদ মনিরুজ্জামান, অধ্যাপক ড. আলমগীর হোসেন, অধ্যাপক ড. মোহাম্মদ আল মামুন, অধ্যাপক ড. শংকর কুমার দাশ, অধ্যাপক ড. আজহারুল ইসলাম, আব্দুস সালাম রিপন, সহ সাধারণ সম্পাদক আনন্দ চন্দ্র দাস, অনিরুদ্ধ রায় চৌধুরী, তনুশ্রী বর্মণ, কোষাধ্যক্ষ হিসেবে  শেখ মোহাম্মদ সায়েম, সাংগাঠনিক সম্পাদক হিসেবে চন্দ্র শেখর চৌহান, দপ্তর সম্পাদক হিসেবে শাহ তাসদিকা অয়ন, প্রচার সম্পাদক হিসেবে ঐশিক দেবনাথ, নাট্য সম্পাদক হিসেবে আরিফ রায়হান, সংগীত বিষয়ক সম্পাদক হিসেবে পূর্ণিমা সাহা, আবৃত্তি বিষয়ক সম্পাদক হিসেবে প্রিয়া বসাক, জাতীয় পরিষদ সদস্য পলাশ চক্রবর্ত্তী ছাড়াও কমিটিতে আরও ২২জন সদস্য নির্বাচিত হয়েছেন।