Wednesday, 18 July 2018

 

পবিপ্রবির ১ম ব্যাচের রি ইউনিয়ন ২৪ ফেব্রুয়ারী, চলছে রেজিস্ট্রেশন...

মো: মুস্তাফিজুর রহমান পাপ্পু,পবিপ্রবিঃপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১ম ব্যাচ ( কৃষি অনুষদ ,সেশন ১৯৯৯-২০০০) এর রি ইউনিয়ন আগামী ২৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে। রি ইউনিয়ন কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মো নাঈম কাওছার সোমবার এ তথ্য নিশ্চিত করেন। ইতিমধ্যে রেজিস্ট্রেশন শুরু হয়েছে,যা চলবে আগামী ২৫ জানুয়ারী ২০১৭ পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের ১ম ব্যাচের ১ম রিইউনিয়নকে ঘিরে সাবেক শিক্ষার্থীদের মধ্যে ব্যপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। উদযাপন কমিটির আহবায়ক ও বিশ্ববিদ্যালয়ের কৃষি উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এ বি এম মাহবুব মোর্শেদ খান বলেন, “বিশ্ববিদ্যালয়ের সব সময় যে বন্ধুদের সাথে সুখে দুখে সময় পার করেছি ,সেই সব বন্ধুদের সাথে আবারো প্রানের টানে মিলিত হব,এ যেন অন্য এক ধরনের শান্তি’

রেজিস্ট্রেশন ফি পাঠানোর জন্য-
হিসাবের শিরোনাম: PSTU First Batch Reunion
সঞ্চয়ী হিসাব নং- 3442010012832
রূপালী ব্যাংক লিমিটেড, পটুয়াখালী কর্পোরেট শাখা, পটুয়াখালী
বিকাশ একাউন্ট নং- মোঃ নঈম কাওছার- 01972-772747 (পারসোনাল)
বি:দ্র: বিকাশ/ব্যাংক হিসাব নম্বরে রেজিস্ট্রেশন ফি জমা দেয়ার পূর্বে ও পরে ফোনে যোগযোগ করার অনুরোধ সহ।

এছাড়া রেজিস্ট্রেশন সম্পর্কিত বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগঃ
এ বি এম মাহবুব মোর্শেদ খান
সহকারী অধ্যাপক, কৃষি উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, পবিপ্রবি
মোবাইল: 01717-226547
মোঃ নঈম কাওছার
সহকারী রেজিস্ট্রার, ভাইস-চ্যান্সেলর সচিবালয়, পবিপ্রবি
মোবাইল: 01717-510077
আ ন ম ইফতেখারুল আহসান পলাশ
সিনিয়র অফিসার, রূপালী ব্যাংক লিমিটেড
পটুয়াখালী কর্পোরেট শাখা, পটুয়াখালী
মোবাইল: 01712-617601
সাজ্জাদ ফেরদৌস শিশির
সেলস ম্যানেজার, এসেন্স ফার্মটেক লিমিটেড, মিরপুর, ঢাকা
মোবাইল: 01717-127187

উল্লেখ্য প্রথম ব্যাচের সকল গ্রাজুয়েটদেরকে পূনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য দ্রুত আহবায়ক কমিটির সাথে যোগাযোগ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করার বিনীত অনুরোধ করা হয়েছে।