Saturday, 21 July 2018

 

বাকৃবি ১৯৮৭-১৯৮৮ সেশনের “অ্যালামনাই পুনর্মিলনী-২০১৭”-৬ ও ৭ জানুয়ারী

নিজস্ব প্রতিবেদক, এগ্রিলাইফ২৪ ডটকম:আগামী ৬-৭ জানুয়ারী রোজ শুক্র ও শনিবার বাকৃবি সেশন ১৯৮৭-১৯৮৮ এর উদ্যোগে “অ্যালামনাই পুনর্মিলনী-২০১৭” অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রকৃতিকন্যা খ্যাত  বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত “অ্যালামনাই পুনর্মিলনী-২০১৭” অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি ইতিমধ্যেই শেষ হয়েছে এমনটাই জানালেন আয়োজক কমিটির আহবায়ক: প্রফেসর ড. এ.কে.এম জাকির হোসেন এবং সদস্য সচিব কৃষিবিদ লিয়াকত আলী (জুয়েল)।

এলক্ষে গত ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার রাজধানীর কেআইবি ক্লাবে আয়োজক কমিটির সদস্যরা অনুষ্ঠানের সার্বিক বিষয় নিয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন।

এদিকে পুনর্মিলনী  অনুষ্ঠানকে কেন্দ্র করে সাবেক শিক্ষার্থীদের মাঝে ব্যপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। চিরসবুজ প্রকৃতিকন্যা খ্যাত  বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্ধুদের সাথে আবারো প্রানের টানে মিলিত হ বের এমনটাই আশা করছেন সকলে।

“অ্যালামনাই পুনর্মিলনী-২০১৭” সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ:
প্রফেসর ড. এ.কে.এম জাকির হোসেন-০১৭১৩১১৩৫৫৯, সদস্য সচিব কৃষিবিদ লিয়াকত আলী (জুয়েল)-০১৭১১-৯০৪৪৬৮, ড. মো: ফারুক হোসেন-০১৭৪৩০১৫২৫৯, ড. সুবাস চন্দ্র দাস-০১৭৩২৭৫৮০২৪ ও ই-মেইল: .