Wednesday, 18 July 2018

 

পবিপ্রবিতে নতুন ভিসি ও প্রো ভিসি নিয়োগ

মোঃ মুস্তাফিজুর রহমান পাপ্পু,পবিপ্রবি প্রতিনিধিঃপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভাইস চ্যান্সেলর ও প্রো ভাইস চ্যান্সেলর নিয়োগ দিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এডভোকেট মোঃ আব্দুল হামিদ।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তার কার্যালয় হতে আজ এ তথ্য পাওয়া যায়। বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কৃষিতত্ব বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রফেসর ড মোঃ হারুনর রশিদ কে ভাইস চ্যান্সেলর এবং উদ্যানতত্ব বিভাগের বিভাগের চেয়ারম্যান ও সাবেক প্রক্টর প্রফেসর মোহাম্মদ আলী কে প্রো ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে থেকে গুরুত্বপূর্ন এই দুইটী পদে নিয়োগ দেওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিক্ষক-শিক্ষিকা,ছাত্র-ছাত্রী,কর্মকর্তা কর্মচারী সহ প্রমুখ।

নবনিযুক্ত ভিসি ও প্রো ভিসি মহোদয়কে পবিপ্রবি শিক্ষক সমিতি,বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ,বঙ্গবন্ধু পরিষদ, কর্মকর্তা কর্মচারী সমিতি,পবিপ্রবি সাংবাদিক সমিতি,ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশন (ভিএসএ) সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন শুভেচ্ছা জানিয়েছেন।