Monday, 16 July 2018

 

রাবি উপাচার্যের সাথে জাপানী প্রফেসরের সৌজন্য সাক্ষাৎ

এগ্রিলাইফ২৪ ডটকম:জাপানের কিউসু ইনস্টিটিউট অব টেকনোলজি (কেআইটি)-এর প্রফেসর হিরোইকি কুরাতা আজ রবিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিনের সাথে তাঁর অফিসে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাতকালে তাঁরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। প্রফেসর কুরাতা রাজশাহী বিশ্ববিদ্যালয় ও কেআইটি’র মধ্যে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিষয়ে গবেষণা কার্যক্রমে লিঙ্কেজ স্থাপন প্রসঙ্গেও আলোচনা করেন।  

এসময় সেখানে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর শামীম আহমদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. মশিহুর রহমান, কেআইটিতে পিএইচডি গবেষণারত বাংলাদেশের শিক্ষার্থী এবিএম শামীম উল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।-সংবাদ বিজ্ঞপ্তি