Saturday, 21 July 2018

 

কবি জাহাঙ্গীর কবির জুয়েল এর কাব্যগ্রন্থ “মোহমায়া”

এগ্রিলাইফ২৪ ডটকম:বাংলা সাহিত্যে কবিতার অবস্থান স্বতন্ত্র এবং সার্বজনীন। প্রাচীনযুগ থেকে কবিতাই সাহিত্যের মূল উপাদান। পরিবেশ প্রকৃতির মতোই সময়ের স্রোতে বিবর্তনের ধারায় কবিতায়ও এসেছে অনেক রূপ-বিবর্তন, পরিবর্তন ও পরিমার্জন। আর বর্তমানের এই শহর সভ্যতা হলো কবিতার আধুনিক যুগ। স্বমহিমায় ভাস্বর কবি জাহাঙ্গীর কবির জুয়েল তার প্রথম কাব্যগ্রন্থ “মোহমায়া” এর মাধম্যে কবিতার এই আধুনিক যুগে নাম লেখালেন।

বইটিতে কবি একটি নতুন ধারা সৃষ্টির প্রায়াস দেখিয়েছেন। দুইটি অংশ নিয়ে বইটি রচিত হয়েছে একটি ‘কবিতা’ অন্যটি ‘অনুকাব্য’ । শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও গাইবন্ধা জেলার গুণী এই কৃতি সন্তানের বইটি পাওয়া যাবে অমর একুশে গ্রন্থমেলাতে।  বিশ্ব সাহিত্য ভবনের ছয় নম্বর চত্তরে ৩৪৯-৩৫২ নম্বর স্টলে। থাকছে মলাট মূল্যের উপর ২৫% ছাড় । বইটি মুক্তভাষ ফাউন্ডেশন থেকে প্রকাশিত।