Saturday, 21 July 2018

 

২৫ শে মার্চকে ‘আর্ন্তজাতিক গণহত্যা দিবস’ হিসেবে পালনের দাবিতে-বাকৃবিতে মানববন্ধন

বাকৃবি প্রতিনিধি:২৫ শে মার্চকে ‘আর্ন্তজাতিক গণহত্যা দিবস’ হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য বুধবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দুপুর মানববন্ধন করেছে দিকে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরাম।

গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. মো. আবদুর রহমান সরকারের সভাপতিত্বে মানববন্ধনে এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর।  সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. সাইদুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী ও অধ্যাপক  ড. সৈয়দ সাখাওয়াত হোসেন প্রমুখ। এতে বিভিন্ন অনুষদের শতাধিক শিক্ষক, অফিসারবৃন্দ ও কর্মকতারা উপস্থিত ছিলেন।