Tuesday, 21 August 2018

 

পবিপ্রবি'র সি.এস.ই অনুষদের দায়িত্ব নিলেন নতুন ডীন

মোঃরায়হানুল ইকবাল ইভান,পবিপ্রবি থেকে:পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের নতুন ডীন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রফেসর জনাব মোহাম্মদ জামাল হোসেন। অনুষদের ২য় ডীন হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। ২১-০৩-২০১৭ তারিখ সকালে অনুষদের ডীন কার্যালয়ে প্রথম ও সদ্য-বিদায়ী ডীন প্রফেসর মোঃ আলী আজগর ভূঁইয়া, অনুষদের বিভিন্ন বিভাগের বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের উপস্থিতিতে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

এসময় অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শুভেচ্ছা জ্ঞাপন শেষে সবার সাথে মতবিনিময় করেন তিনি। এসময় তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন এবং ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.হারুনুর রশিদ এবং প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী’র নির্দেশনা মোতাবেক সকলের সার্বিক সহযোগিতায় অত্র ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সচেষ্ট থাকার আশাবাদ ব্যক্ত করেন।