Tuesday, 21 August 2018

 

বাকৃবিতে বৃহত্তর ফরিদপুর জেলা সমিতির নবীনবরণ

বাকৃবি প্রতিনিধি:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বৃহত্তর ফরিদপুর (ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর) জেলা সমিতির নবীনবরণ, পুনর্মিলনী, ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সম্মেলন কক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমিতির সভাপতি প্যাথলজি বিভাগের  অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহে অবস্থিত বৃহত্তর ফরিদপুর জেলার শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি ও শিক্ষার্থীবৃন্দ। নবীনবরণ অনুষ্ঠানের সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক উত্তম ভৌমিক। সাংস্কৃতিক পর্বের সঞ্চালনা করেন কৃষি অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থী হালিমা খানম ইভা ও মাৎস্যবিজ্ঞান অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. শাহীন সরদার।

নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, স্মৃতিচারণ, বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শেষে সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে অনুষ্ঠানের শেষ হয়।

এর পূর্বে সমিতির সকলের অংশগ্রহণে বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি ফিল্ডে বিভিন্ন খেলাধূলার আয়োজন করা হয়।