Monday, 20 August 2018

 

ড. নাথু রাম সরকার BLRI-এর মহাপরিচালক হিসাবে যোগ দিলেন

এগ্রিলাইফ২৪ ডটকম:ড. নাথু রাম সরকার আজ ২৩ জানুয়ারী রোজ মঙ্গলবার বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক পদে যোগদান করেছেন। যোগদানের পূর্বে তিনি একই ইনস্টিটিউট এর পোল্ট্রি উৎপাদন গবেষণা বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্বে ছিলেন। ড. সরকার ফডার গবেষণা উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে দীর্ঘদিন যাবত গবেষণা করে আসছেন। তিনি বিএলআরআইতে উন্নত জাতের বহুবর্ষজীবী জাতের ঘাসের উদ্ভাবক।

 

ড. নাথু রাম সরকার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৫ সালে এ্যানিমেল সায়েন্সে মাস্টার ডিগ্রী লাভ করেন। উল্লেখ্য অনার্স এবং মাস্টার উভয় ক্ষেত্রে তিনি প্রথম শ্রেণী অর্জন করেন। ২০০০ সালে তিনি হরিয়ানা বিশ্ববিদ্যালয়, ভারত থেকে এ্যনিমেল নিউটেশন ও ফিড টেকনোলজীতে বিশেষায়িত জ্ঞানসহ পিএইচডি ডিগ্রী অর্জন করেন।