Wednesday, 26 September 2018

 

ড.জাফর ইকবালের উপর হামলা: পবিপ্রবিতে মানববন্ধন

মো মুস্তাফিজুর রহমান পাপ্পু, পবিপ্রবি:শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, লেখক, গবেষক ও দেশ বরেণ্য শিক্ষাবিদ প্রফেসর ড. মোঃ জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) মানববন্ধন করা হয়। সোমবার সকালে একাডেমিক ভবনের সামনে শিক্ষক সমিতির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহনে উক্ত মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. ফজলুল হকের সভাপতিত্বে এবং শিক্ষক সমিতির যুগ্ম-সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ শাহীন হোসেন এর সঞ্চালনায় উক্ত মানববন্ধন কর্মসূচিতে সকলের মাঝে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলী, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল কাসেম চৌধুরী, এলএমএ অনুষদের ডিন অধ্যাপক আ.ক.ম মোস্তফা জামান, রেজিস্ট্রার অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত, অধ্যাপক ড. এস এম তাওহিদুল ইসলাম, সহযোগী অধ্যাপক ড. গোপাল সাহা, প্রভাষক তরিকুল ইসলাম, পবিপ্রবি শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক রাকিবুল ইসলামসহ প্রমুখ।