Wednesday, 26 September 2018

 

নোবিপ্রবি উপাাচর্যকে বিএনসিসি’র গার্ড অব অনার প্রদান

কামরুল হাসান শাকিম, নোবিপ্রবি প্রতিনিধি:নোয়াখালী  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোপ্রিবি) উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামানকে গার্ড অব অনার প্রদান করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) নোবিপ্রবি শাখা।

আজ  সোমবার (১৩ মার্চ ২০১৮) সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে দুই প্লাটুন ক্যাডেট (মহিলা ও পুরুষ) উপাচার্যকে এ গার্ড অব অনার প্রদান করে। এসময় নোবিপ্রবি দ্বিতীয় সমাবর্তন ‘গার্ড অব অনার কমিটি’র আহ্বায়ক মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, সদস্য সচিব ইএসডিএম বিভাগের সহকারি অধ্যাপক ও নোবিপ্রবি বিএনসিসি’র পিইউও নন্দিতা সরকার এবং সদস্য এফটিএন বিভাগের সহকারী অধ্যাপক মো. তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।    

প্রসঙ্গত, দ্বিতীয় সমাবর্তন ২০১৮ অনুষ্ঠান উপলক্ষে নোবিপ্রবি বিএনসিসি’র ম্যাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী মহড়া ছিল আজ। সকালে উপাচার্য মহোদয় বিএনসিসির সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন ও তাদের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন।