Monday, 23 July 2018

 

ঝিনাইদহ ভেট ডক্টর'স এসোসিয়েশনের মহান স্বাধীনতা দিবস উদযাপন

মো মুস্তাফিজুর রহমান:যথাযোগ্য মর্যাদায় ঝিনাইদহে ভেট ডক্টর'স এসোসিয়েশন (ভিডিএ)-এর উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৮ উদযাপিত হয়েছে। সোমবার শহরের কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে মহান মুক্তিযুদ্ধে সকল শহিদের আত্মার প্রতি সম্মান জানিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ভেট ডক্টর'স এসোসিয়েশন এর সদস্য সচিব ডাঃ রাকিবুল হাসান শাওন, ডাঃ মো গোলজার হোসেন, ডা. মো মুস্তাফিজুর রহমান পাপ্পু, বিভিন্ন মেডিসিন কোম্পানির ম্যানেজার, অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।