Monday, 23 July 2018

 

৩১ মার্চ BVA-এর চট্রগ্রাম বিভাগীয় সম্মেলন এবং কমিটি গঠন

এগ্রিলাইফ২৪ ডটকম:আগামীকাল ৩১ মার্চ ২০১৮, শনিবার, সকাল ১১.০০ টায় চট্রগ্রাম ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্স বিশ্ববিদ্যায়ের নতুন কনফারেন্স হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশন (BVA)-এর চট্রগ্রাম বিভাগীয় সম্মেলন এবং কমিটি গঠন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন চট্রগ্রাম ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্স বিশ্ববিদ্যালয়ের (CVASU) উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশন (বিভিএ)'র সম্মানিত সভাপতি ও জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ডা. এস এম নজরুল ইসলাম এবং বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশন (বিভিএ)'র মহাসচিব ড. মুহাম্মদ হাবিবুর রহমান মোল্লা।

সভাপতিত্ব করবেন সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ও চট্রগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ রেয়াজুল হক জসিম।