ফরহাদ আহমদঃ ঝিনাইদহে সরকারী কৃষি বিভাগের উদ্যোগে গ্রাফ্টিং চারায় মালচিং ফিল্মে গ্রীষ্মকালীন টমেটো উৎপাদনের প্রদর্শনী প্লট তৈরী করছে ম্যাক্সিম এগ্রো। কৃষি বিভাগের উপ সহকারী কৃষি কর্মকর্তা জনাব রবিউল কবির পল্লব-এর মূল্যবান পরামর্শ ও সার্বিক তত্ত্বাবধানে ঝিনাইদহ জেলার মহেষপুর উপজেলার স্বরুপপুরের চাঁপাতলায় ম্যাক্সিম এগ্রো তিত বেগুনের সাথে বারি ৮ টমেটোর গ্রাফ্টিং চারায় ভার্জিন মালচিং ফিল্মে গ্রীষ্মকালীন টমেটো উৎপাদনের ৫ (পাঁচ) শতাংশের একটি প্রদর্শনী প্লট তৈরী করছে।

উল্লেখিত প্রদর্শনী প্লট প্রস্তুত শেষে ম্যাক্সিম এগ্রোর আমদানীকৃত উন্নত মানের ভার্জিন মালচিং ফিল্ম বিছানোর কাজ সুন্দরভাবে সম্পন্ন করা হয়েছে।

সরকারের কৃষি বিভাগের সাথে কাজ করতে পেরে Maxim Agro (ম্যাক্সিম এগ্রো) অত্যন্ত গর্বিত ও আনন্দিত। সার্বিক দিক নির্দেশনা ও সহযোগীতা প্রদানের জন্য সরকারের কৃষি বিভাগের স্থানীয় কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানিয়েছে ম্যাক্সিম এগ্রো।

Maxim Agro ; আমাদের লক্ষ্য উন্নত কৃষি, সুস্থ চারায় কৃষকের হাসি। উন্নত জাতের সবজি চারা ও সবজি কৃষি উপকরনের জন্য  যোগাযোগের ঠিকানা :

ম্যাক্সিম এগ্রো (Maxim Agro)
মহাস্থানগড় (ঈদগাহ মাঠ সংলগ্ন), গোকুল, বগুড়া সদর এবং
চুড়ামনকাঠি বাজার, যশোর সদর
সার্বক্ষনিক যোগাযোগের সেলফোন নাম্বার : ০১৩০০-৬৮২৯১১