Thursday, 20 September 2018

 

১৫ এপ্রিল DAE-তে কর্মরত ও অবসরপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মিলন মেলা ও সম্মাননা অনুষ্ঠান

এগ্রিলাইফ২৪ ডটকম:আগামী ১৫ এপ্রিল রবিবার সকাল ১০ টায় রাজধানীর ফার্মগেটস্থ আ কা মু গিয়াস উদ্দিন মিল্কী অডিটরিয়ামে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কৃষি বিভাগীয় প্রাতিষ্ঠানিক ইউনিট কমান্ডের উদ্যোগে ডিএই তে কর্মরত ও অবসরপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের এক মিলন মেলা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এম পি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাক বেন বলে জানা গেছে। সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিদ্যুত,জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি ও কৃষিবিদ মোহাম্মদ মহসিন, মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কৃষি বিভাগীয় প্রাতিষ্ঠানিক ইউনিট এর যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী চৌধুরী এবং সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ মোসলেহ উদ্দিন উক্ত অনুষ্ঠানে সংশ্লিস্ট সকলকে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।