রাজধানী প্রতিনিধি:প্রতি বছর ১ অক্টোবর কেআইবি ঢাকা মেট্রোপলিটন ‘বিশ্ব প্রবীন দিবস’ এর সাথে সঙ্গতি রেখে আয়োজন করে আসছে ‘সিনিয়র কৃষিবিদ দিবস’। এইদিনটিতে কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশের আঙ্গিনা ভরে উঠে আনন্দে। আমরা উচ্ছসিত হৃদয়ে চোখ ভরে দেখি সেই সকল সফল যোদ্ধদের, যারা আমাদের দিয়েছেন প্রশংসনীয় পরিচয়, বিশ্বের বুকে মাথা উচুঁ করে দাড়ানোর প্রত্যয়, দেশকে করেছেন খাদ্যে স্বয়ংসম্পূর্ন।

কিন্তু এ বছর চলমান বৈশ্বিক মহামারী কোভিড-১৯ এর কারণে কেআইবি ঢাকা মেট্রো ‘সিনিয়র কৃষিবিদ দিবস’ পালন করতে পারছে না। এজন্য দু:খ প্রকাশ করার পাশাপাশি কেআইবি ঢাকা মেট্রোর নেতৃবৃন্দ দেশ-বিদেশে অবস্থানরত সকল সম্মানিত সিনিয়র কৃষিবিদগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি চলমান বৈশ্বিক মহামারী কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের আত্মার মাগফিরাত কামনা করেছেন। যারা আক্রান্ত হয়েছেন, তাঁদের আশু রোগ মুক্তি কামনা এবং যারা সুস্থ রয়েছেন তাঁদেরকে স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপনের অনুরোধ জানিয়েছেন।

শুভেচ্ছা বার্তায় কেআইবি ঢাকা মেট্রোর সভাপতি কৃষিবিদ লিয়াকত আলী জুয়েল, সাধারণ সম্পাদক কৃষিবিদ ড: মো: তাসদিকুর রহমান সনেট  বলেন বর্তমানে জীবনযাপনে এসেছে অনেক বিধিনিষেধ। সবচেয়ে ঝুকির মুখে রয়েছের আমাদের অমুল্যবান সম্পদ প্রবীনগণ। যারা আমাদের দিয়েছেন স্বপ্ন দেখার সাহস ও এক উজ্জল ভবিষ্যত। সঙ্গত কারণের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে সিনিয়র কৃষিবিদগণদের সম্মিলন স্থগিত করা হয়েছে।
 
এ বছর ‘বিশ্ব প্রবীন দিবস’ এর প্রতিপাদ্য বিষয় “Pandemics: Do They Change How We Address Age and Ageing?” এবছরে এ দিবসটির উদ্দেশ্য হলো:

প্রবীনগণ বৈশ্বিক মহামারী কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার মারাত্মক ঝুকিতে রয়েছে বিধায় প্রবীনগণের বিশেষ পরিচর্যাজনিত প্রয়োজন মেটানোর উপর পলিসি ও পদক্ষেপ গ্রহণের জন্য সচেতনতা বাড়ানো। নিজেদের স্বাস্থ্য সুরক্ষা এবং বর্তমান ও ভবিষ্যত বৈশ্বিক মহামারীতে প্রবীনগণের করনীয় বিষয়াবলীর উপর আলোকপাত করা।

কেআইবি ঢাকা মেট্রো মনে করে এবছর সুস্থভাবে বেঁচে থাকাটাই অন্য সবকিছুর চাইতে জরুরী। বর্তমান পরিস্থিতিতে এবছর  কেআইবি চত্বরে সিনিয়র কৃষিবিদদের মিলন মেলা অনুষ্ঠিত না হওয়ার মন খারাপের সাথে সাথে একটি সোনালী স্বপ্ন উকি দেয় মনে, সেই স্বপ্নটি হলো ‘অদূর ভবিষ্যতে, এ ঝড় থামার পর, আবার জমবে কৃষিবিদদের সবচেয়ে আকর্ষনীয় ও প্রাণবন্ত মিলন মেলা, সিনিয়র কৃষিবিদ সম্মিলন’। সেই দিনটার অপেক্ষায় থাকবে কেআ্ইবি ঢাকা মেট্রোপলিটন।