Monday, 23 July 2018

 

পবিপ্রবিতে আন্ত: অনুষদীয় ফুটবল টুর্নামেন্টে মাৎস্যবিজ্ঞান জয়ী

মো মুস্তাফিজুর রহমান পাপ্পু,পবিপ্রবি : পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্ত: অনুষদীয় ফুটবল টুর্নামেন্টে শিরোপা ঘরে তুললো মাৎস্যবিজ্ঞান অনুষদ। ১৬ আগষ্ট কেন্দ্রীয় খেলার মাঠে ফাইনাল ম্যাচে কৃষি অনুষদকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা।

 

নির্ধারিত সময়ে সমতা থাকায় খেলার ভাগ্য নির্ধারিত হয় টাইব্রেকারে. খেলোয়াড়দের নৈপূর্নে মাৎস্যবিজ্ঞান অনুষদ টাইব্রেকারে ৪-৩ গোলে কৃষি অনুষদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

ফাইনাল খেলা উপভোগ শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিজয়ী ও বিজিত উভয় দলের মাঝে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামসুদ্দীন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রফেসর ড মো সুলতান মাহমুদ, প্রফেসর আ ক ম মোস্তফা জামান, ছাত্রলীগের নেতা কর্মী, বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রী, কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর জেহাদ পারভেজ, আহবায়ক, ফুটবল টুর্নামেন্ট কমিটি।