কোয়েল পাখি এবং হাঁসের খামারীদের জন্য সুখবর আনলো নারিশ

Category: ফার্ম টু ডাইনিং Written by agrilife24

এগ্রিলাইফ২৪ ডটকম:লাভজনক উপায়ে ডিম এবং মাংস উৎপাদন করতে চাইলে কোয়েল পাখি এবং হাঁসের খামারীদের নিয়মিত ভাবে সুষম ফিড প্রদান করতে হবে। তবে দেখা গেছে বেশিরভাগ খামারিদেরই কোয়েল ও হাঁসের জন্য সুষম খাদ্য তৈরি ও খাওয়ানোর পদ্ধতির সম্পর্কে সঠিক ধারনা নেই। ফলে পরবর্তীতে যেমন ডিম উৎপাদন কমে যায়। আবার ডিম পাড়ার সময় অধিক হারে পুষ্টি ডিমের মাধ্যমে চলে যায়। ফলে কিছু দিন পরে দেখা যায় তাদের ওজন কমে যাচ্ছে। ফলে মাংস উৎপাদন ব্যাহত হয়ে যায়।

তবে খামারীদের চাহিদা ও অনুরোধের প্রেক্ষিতে নারিশ পোল্ট্রি এন্ড হ্যাচারি লিমিটেড বাজারে এনেছে কোয়েল পাখির জন্য কোয়েল ফিড এবং হাঁসের জন্য হাঁসের ফিড (ডাক ফিড)।  কোয়েল পাখি ও হাঁসের খাদ্য গ্রহণে ভিন্নতার জন্য বর্তমানে আলাদা আলাদা মানে ও খাদ্যের সাইজের পরিবর্তন এনেছে কোম্পানিটি। ফলে কোয়েল পাখির জন্য কোয়েল ফিড এবং হাঁসের জন্য হাঁসের ফিড (ডাক ফিড) ব্যবহার করে খামারীরা স্বাচ্ছন্দ বোধ করবেন।  

নারিশ পোল্ট্রি এন্ড হ্যাচারি লিমিটেড-এর জিএম (সেলস্ এন্ড মার্কেটিং) জনাব সামিউল আলিম বলেন, কোয়েল ও হাঁস পালন করতে হলে সুষম খাদ্যের ওপর গুরুত্ব দিতে হবে। বিভিন্ন অবস্থায় তাদের পুষ্টি চাহিদা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এসব বিষয় মাথায় রেখে তারা ফিড দুটি বাজারজাত করছেন। তিনি আশাবাদী নারিশের লেয়ার ও ব্রয়লারের ন্যায় এ ফিড খামারীরদের মন জয় করতে সমর্থ হবে।

সিনিয়র ডিজিএম (সেলস্ এন্ড মার্কেটিং) জনাব এস এম এ হক বলেন "Farmers First" হলো নারিশের মূলমন্ত্র। তারা সর্বদাই খামারীদের বিষয়গুলিকে প্রাধান্য দিয়ে থাকেন। যার ফলে দেশের শীর্ষস্থানীয় ফিড ব্র্যান্ডে পরিণত হয়েছে নারিশ। তিনি মনে করেন অতীতের মতো পরিবেশক ও খামারীরা তাদের পাশে সবসময় থেকে অনুপ্রেরণা দিয়ে যাবেন।

ডিজিএম (সেলস্ এন্ড সার্ভিস) ডা. মুছা কালিমুল্লাহ্ বলেন, পরিবারের দৈনিক পুষ্টি চাহিদা পূরণে এবং জীবিকা অর্জনের জন্য হাঁস ও কোয়েল চাষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাণিজ্যিকভাবে ও কর্মসংস্থানের একটি ভালো উৎস এটি। কারণ এদের বাজারমূল্য যেমন ভালো ও বিপনণ অনেক সহজ। তবে প্রশিক্ষণ ও কারিগরী পরামর্শ নিয়ে খামার করা প্রয়োজন বলে মনে করেন তিনি।