এগ্রিলাইফ২৪ ডটকম: সাইলেজ ন্যাচারাল পুষ্টিগুণ সমৃদ্ধ খাদ্য। আর এই সাইলেজ তৈরির সাশ্রয়ী সমাধান হতে পারে এসিআই মেইজ চপার। এসি আই মটরস লিমিটেডের প্রডাক্ট ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ মাহ্দীয়া তাসনিম মিতি জানিয়েছেন, বিনিয়োগ কৃত অর্থ ইনকাম করা সম্ভব হবে মাত্র ৩ সিজনে।
তুরস্ক থেকে আমদানিকৃত এই মেশিন দিয়ে মাত্র দুই ঘন্টায় সাইলেজ কাটা যাবে ২০-২৫ টন। যেখানে সাইলেজের আর্দ্রতা ও পুষ্টিগুণ থাকবে অক্ষুন্ন। এই মেশিনটার অনন্য সুবিধা হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে ব্লেড ধার করা যায় এবং ৪-৮ মি. মি. দৈর্ঘ্যের সাইলেজ কাটা যায় সহজেই যা গোখাদ্যের জন্য বিশেষ উপযোগী। এর পাশাপাশি এসিআই মটরসের আছে মোবাইল মিল্কিং মেশিন।
৫ম আহকাব আন্তর্জাতিক মেলায় বিস্তারিত জানতে ৩ নং হলের মেজানিন ফ্লোরে এসব যন্ত্র সম্পর্কে প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করছেন এসি আই মটরস লিমিটেডের প্রোডাক্ট ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ মাহ্দীয়া তাসনিম মিতি। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ৩ নং হলের Mezanine Floor এ- ০১৩২৪-৭৩২৬৯৫।