পিএসসি'র সদস্য হিসেবে নিয়োগ পেলেন সাবেক অ্যাডিশনাল আইজিপি (গ্রেড-১) মোহা: শফিকুল ইসলাম

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by agrilife24

এগ্রিলাইফ২৪ ডটকম:বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ পেলেন সাবেক অ্যাডিশনাল আইজিপি (গ্রেড-১) মোহা: শফিকুল ইসলাম। তার অভোগকৃত অবসরোত্তর ছুটি ও সুবিধা স্থগিতের শর্তে সংবিধানের ১৩৮ (১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি তাকে পিএসসির সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন। আজ মঙ্গলবার (১১ মে) এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, দায়িত্ব নেওয়ার দিন থেকে পাঁচ বছর মেয়াদে বা তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়ার মধ্যে যেটি আগে ঘটে, সেই সময় পর্যন্ত তিনি পিএসসি'র সদস্যের দায়িত্বে থাকবেন।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃতি আ্যলামনাস কৃষিবিদ মোহা. শফিকুল ইসলাম কৃষিবিদ মোহা: শফিকুল ইসলাম ১৯৮৯ সালের ২০ ডিসেম্বর ৮ম বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারি পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার নওদাবন্দ বিল গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। কৃষিবিদ মোহা: শফিকুল ইসলাম অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে পুলিশ বিভাগের বিভিন্ন উচ্চ পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।