এগ্রিলাইফ২৪ ডটকম: “জীবনের অগ্রগতি ও ক্ষমতায়নের লক্ষ্যে সকলের জন্য ন্যায্য ও সহজলভ্য থ্যালাসেমিয়া চিকিৎসা নিশ্চিত করতে হবে” প্রতিপাদ্য বিষয় নিয়ে রাজশাহীতে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ ৮ মে , বুধবার বিকেল ৫ ঘটিকায় রাজশাহী ক্যান্সার হাসপাতাল এন্ড রিসার্চ সেন্টারের সেমিনার কক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়।
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য- প্রফেসর ড. আনন্দ কুমার সাহার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনিস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেস এর পরিচালক প্রফেসর ড. জাহান আরা খানম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রা.বি. ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের প্রতিষ্ঠাতা ডীন প্রফেসর ড. মো: জালাল উদ্দিন সরদার। রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের প্রেসিডেন্ট রোটারিয়ান ড. মো: হেমায়েতুল ইসলাম, রোটারি ক্লাব অব পদ্মার প্রেসিডেন্ট রোটারিয়ান ড. মো: আমিনুল ইসলাম, রোটারি ক্লাব অব রাজশাহী শাইনিং এর প্রেসিডেন্ট রোটারিয়ান মো: মিজানুর রহমান।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী ক্যান্সার হাসপাতাল এন্ড রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা সেক্রেটারি রোটারিয়ান ডা: প্যাট্রিক বিপুল বিশ্বাস। রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের প্রেসিডেন্ট নোমিনী রোটারিয়ান মো: মিজানুর রহমান এর সঞ্চালনার আলোচক হিসেবে আলোচনা করেন রাজশাহী মেডিকেল কলেজের হেমাটোলজী বিভাগের রেজিষ্ট্রার ডা: মো: মারুফ হাসান।
রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের কো অর্ডিনেশানে- আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন- রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহী, রোটারি ক্লাব অব রাজশাহী শাইনিং। সহ আয়োজক হিসেবে অংশগ্রহন করেন জামান প্যাথলজী এন্ড কাউন্সেলিং সেন্টার রাজশাহী, বিডি ক্লিন- রাজশাহী, ফায়ার এন্ড রেসকিউ ভলানটিয়ারস, রাজশাহী ইনসেন রাইডারজেড (আই আর জেড), ছোট স্বপ্ন, বরেন্দ্র ইউনিভার্সিটি, রাজশাহী; ভলানটিয়ার ফর বাংলাদেশ, রাজশাহী ডিস্ট্রিক্ট কনজুমার ইয়থ বাংলাদেশ (সিওয়াইবি), রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্ট কমিউনিটি পুলিসিং, আরএমপি, রাজশাহী; আমার বাংলা তরুণসংঘ; ভাইব্রান্ট ভিসোনারি নেটওয়ার্ক; দি স্মাইলিং ফাউন্ডেশন; বরেন্দ্র ইয়থ ফোরাম; স্বচ্ছলতা এসোসিয়েশন; রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইফনিট; রোটারঅ্যাক্ট ক্লাব অব মেট্রোপলিটন রাজশাহী; রোটারঅ্যাক্ট ক্লাব অব রাজশাহী গভার্ণমেন্ট কলেজ; সূূর্যকিরণ সমাজ কল্যান সংস্থা; রাজশাহী মানব কল্যান টিম।
বক্তারা আলোচনা করেন- থ্যালাসেমিয়া একটি জন্মগত, বংশজনিত নন ইনফেসাস রোগ। একমাত্র দুইটি থ্যলাসেমিয়া বাহকের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ পরিবারের মাধ্যমে এই রোগের লক্ষন প্রকাশ পায়। কাজেই বিয়ের পূর্বে রক্ত পরীক্ষার দ্বারা থ্যালাসেমিয়া বাহক-বাহক বিবাহ বিরোতির দ্বারা এই রোগ একেবারে নির্মুল সম্ভব। তরুন প্রজন্মকে এই রোগ সম্পর্কে অবগত করার জন্য রোটারি ক্লাব সমুহ এই দিবসে এই সেমিনারের আয়োজন করেছে।
রোটারিয়ান ড. আরিফ বলেন- যেহেতু সচেতনতাই এই রোগের নির্মুলের প্রধান হাতিয়ার, তাই রোটারি আন্তর্জাতিক প্রেসিডেন্টের আহবান মানুষের মাঝে আশা জাগানোর জন্য অধিক সংখ্যক সংস্থাকে যুক্ত করে তাদেরকে প্রচারে উদ্বুদ্ধ করানোর মাধ্যমে সচেতনতা তৈরী সম্ভব। আবার প্রতিটি থ্যালসেমিয়া রোগীর জন্য যেহেতু প্রতিমাসে দুই ব্যাগ রক্তের প্রয়োজন হয়, তাই তরুণ প্রজন্মকে রক্ত প্রদানে উদ্বুদ্ধ করার দ্বারা এসকল অসহায় রোগীদের সাহায্যে এগিয়ে আসার আহবান জানানো হয়।