ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ধরণী উপহার দিতে চায় এ সি আই ক্রপ কেয়ার

এগ্রিলাইফ২৪ ডটকম: আজ বুধবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস; এ বছরে প্রতিপাদ্য বিষয় "গাছ লাগিয়ে মরুময়তা দূর করা এই ধরণীকে সবুজ করে গড়ে তোলা"। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ধরণী উপহার দেয়া। এই সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখেই এ সি আই  ক্রপ কেয়ার একটি মহতী উদ্যোগ নিয়েছে।

এ উদ্যোগের অংশ হিসেবে সারা বাংলাদেশের ৫০টি উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর আওতায় এ সি আই ক্রপ কেয়ার ৫ হাজার বৃক্ষ রোপন সম্পন্ন করেছে। এর মধ্যে রয়েছে ভেষজ, বনজ ও ফলজ বৃক্ষ। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দিনব্যাপী এ কার্যক্রমে সকলেই স্বতোস্ফূর্তভাবে অংশগ্রহন করেন। এ সি আই ক্রপ কেয়ার-এর ব্যবস্থাপনা পরিচালক জনাবা সুষ্মিতা আনিস এবং চিফ অপারেটিং অফিসার ড. মোঃ মুক্তার আহমেদ সরকারের অনুপ্রেরণা ও দিক নির্দেশনায় কোম্পানীর সকল পর্যায়ের কর্মকর্তা এ কার্যক্রমকে সফল করে তোলেন।

সংশ্লিস্ট এলাকার বিভিন্ন পর্যায়ের সরকারী কর্মকর্তারাও এ কার্যক্রমকে সহযোগিতা করেন। তাদের এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান এ সি আই  ক্রপ কেয়ার-এর কর্মকর্তারা।

দেশের মানুষদের মাঝে বৃক্ষরোপণের সচেতনতা বাড়াতে এবং বর্ষা মৌসুমে সঠিকভাবে যাতে বৃক্ষরোপণ ও পরিচর্যা করে এমন বিষয়গুলো জানাতেই তাদের কোম্পানী এ ধরনের উদ্যোগ নিয়েছে বলে জানান তারা।

একটি সম্ভাবনাময় আগামী নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব রোধে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসহ সকল অংশীদারের সাথে একযোগে কাজ করবে এই বৃক্ষরোপণ কর্মসূচি জানান এ সি আই ক্রপ কেয়ার-এর কর্মকর্তারা।

‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা; অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’ প্রতিপাদ্যে বিশ্ব পরিবেশ দিবস উদযাপনে এ সি আই ক্রপ কেয়ার টেকসই কৃষি এবং পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। বন সংরক্ষণের মাধ্যমে একটি সবুজ ভবিষ্যৎ নিশ্চিত হোক সবার লক্ষ্য!