রাজশাহীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

এগ্রিলাইফ২৪ ডটকম: বিশ্বের বা একটি নির্দিষ্ট দেশের সম্মুখীন পরিবেশগত সমস্যা সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতিবছর ০৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখে মানুষ যাতে এই পৃথিবীর বুকে অন্যান্য সকল জীবের সাথে একাত্ম হয়ে এক সুন্দর পরিবেশে বেঁচে থাকে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করাই বিশ্ব পরিবেশ দিবসের মূখ্য উদ্দেশ্য। এরই অংশ হিসেবে রাজশাহীতে পরিবাশবাদী সংগঠনসমূহের উদ্যোগে পালিত হয়েছে ৫১তম বিশ্ব পরিবেশ দিবস।

এবারের প্রতিপাদ্য বিষয় হলো- ‘‘Land Restoration, Desertification and Drought Resilience’’ যার বাংলা ভাবানুবাদ- ‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’। দিবসটি উপলক্ষ্যে ০৫ জুন (বুধবার) বিকেল ৫.০০ ঘটিকায় রাজশাহীর পদ্মার পাড়ে উন্মুক্ত মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারী এন্ড এনিমেল সায়েন্স অনুষদের প্রতিষ্ঠাতা ডীন ও বাংলাদেশ লাইভস্টক সোসাইটির সভাপতি অধ্যাপক ড. মোঃ জালাল উদ্দিন সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অফ রাজশাহী সেন্ট্রাল এর সভাপতি রোটারিয়ান ড. মোঃ হেমায়েতুল ইসলাম আরিফ, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি জনাব মোঃ জামাত খান, সেভ দি ন্যাচার এন্ড লাইফ এর সভাপতি মোঃ মিজানুর রহমান ইউসূফী, বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এর সাধারণ সম্পাদক প্রকৌশলী জুনায়েদ আহমেদ, রাজশাহী বিশ^বিদ্যালয়ের ভেটেরিনারী এন্ড এনিমেল সায়েন্স বিভাগের অধ্যাপক মোঃ আখতারুল ইসলাম ও ব্র্যাক এআই এন্টারপ্রাইজের ম্যানেজার ডাঃ মোঃ মতিউর রহমান।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব মোঃ আফজাল হোসেন।

অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, পদ্মা নদী রাজশাহীর প্রাণ। রাজশাহীকে টিকিয়ে রাখতে পদ্মাকে বাঁচিয়ে রাখা অতীব জরুরী। কিন্তু পদ্মা আজ মৃতপ্রায়। পদ্মাকে বাঁচিয়ে রাখতে হবে, ফারাক্কা চুক্তি বাস্তবায়ন করতে হবে। সবাইকে অধিক পরিমাণে বৃক্ষরোপণ করতে হবে এবং পানির অপচয় রোধ করতে হবে। একই সাথে প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে। আলোচনা সভা থেকে রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের জোর দাবী জানানো হয়।

আলোচনা সভাটির যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ), বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ লাইভস্টক সোসাইটি, রোটারী ক্লাব অফ রাজশাহী সেন্ট্রাল ও সেভ দি ন্যাচার এন্ড লাইফ।