রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের ৪৯ তম সভায় বিশ্বসমুদ্র দিবস ২০২৪ উদযাপন

এগ্রিলাইফ২৪ ডটকম: রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর ৪৯ তম সাপ্তাহিক সাধারণ সভায় বিশ্বসমুদ্র দিবস ২০২৪ উপলক্ষে আলোচনার আয়োজন করে ক্লাবের সদস্যদের অবহিত করেন রোটারিয়ান ড. গোলাম মাওলা অধ্যক্ষ, শহীদ মামুন মাহমুদ স্কুল এন্ড কলেজ।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহীর কনফারেন্স রুমে বিকেল ৫.৩০ ঘটিকায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের সভাপতি রোটারিয়ান ডঃ মোঃ হেমায়েতুল ইসলাম আরিফ।

বিশ্বসমুদ্র দিবসের প্রতিপাদ্য বিষয় ‘’নতুন গভীরতা জাগ্রত করুন: আমাদের মহাসাগর এবং জলবায়ুর জন্য অনুঘটক পদক্ষেপ" এর উপর বক্তব্য রাখেন রোটারিয়ান মিজানুর রহমান, রোটারিয়ান ইঞ্জিনিয়ার শরিফুল হক, রোটারিয়ান কামরুজ্জামান, রোটারিয়ান জমশেদ আরেফিন, রোটারিয়ান আতিকুর রহমান ও রোটারিয়ান হাসিবুল হাসান।

ড. গোলাম মাওলা বলেন বিশ্ব মহাসাগর দিবস একটি আন্তর্জাতিক দিবস, যা প্রতি বছর ৮ জুন অনুষ্ঠিত হয়। ধারণাটি মূলত ১৯৯২ সালে কানাডার ইন্টারন্যাশনাল সেন্টার ফর ওশান ডেভেলপমেন্ট এবং কানাডার ওশান ইনস্টিটিউট আর্থ সামিটে ইউএন কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টে গৃহিত হয় যা ব্রাজিলের রিও ডি জেনেইরোতে প্রস্তাব করা হয়েছিল।

আমরা বর্তমানে আমাদের এই পৃথিবীর সমস্ত বাসিন্দাদের জন্য সবচেয়ে বড় হুমকির মুখোমুখি- যেটি হচ্ছে জলবায়ু সংকট। এটা খুব স্পষ্ট যে আমাদের স্বাস্থ্যকর জলবায়ুর জন্য একটি সুস্থ মহাসাগর দরকার। আর মহাসাগর হচ্ছে পৃথিবীর ফুসফুস বা অস্কিজেন। কাজেই মহাসাগর সংরক্ষনে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। যেহেতু রোটারি মানুষের স্বাস্থ্য, শিক্ষা পরিবেশ নিয়ে চিন্তা করে কাজেই, পৃথিবীকে বাঁচাতে গেলে এই পৃথিবীতে বসবাসরত মানুষকে ভালো রাখতে হলে সমুদ্রকে রক্ষা করতে হবে। আসুন আজকের এই দিনে আমরা এই বার্তাটি সকল রোটারিয়ান সহ সাধারণ মানুষের কাছে পৌঁছাই।

এছাড়া ক্লাবের ৪৯ তম সভায় আগামী ২২ শে জুন রোটা বর্ষ ২৩-২৪ সমাপনী ও ৫০ তম সভা, নতুন পুরাতন ক্লাব অফিসিয়ালদের ট্রেনিং, ঈদ পুনমিলনী এবং ডোমকল মুর্শিদাবাদের সদস্যদের অভ্যর্থনা প্রদান এবং অ্যাওয়ার্ড প্রদানের বিষয়ে আলোচনা করা হয়।

বর্ষ প্রোগ্রাম চেয়ার রোটারিয়ান ইঞ্জিনিয়ার শরিফুল হক সকল মেম্বারদের কষ্ট করে আসার জন্য সকল মেম্বারদের কষ্ট করে মিটিংয়ে উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানান এর পূর্বে বিকেল পাঁচটায় রোটারি ক্লাব রাখছে সেন্ট্রাল এর ১০ তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়।

ডঃ আরিফ পুরো বছর ক্লাবকে বিভিন্ন প্রকল্প, দিবস উদযাপন, সাধারণ সভা, ইত্যাদি বিষয়ে সহযোগিতা করার জন্য প্রত্যেকটি সদস্যকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন। পরিশেষে ক্লাব ফাস্ট লেডি মাহবুবা হাসনিনকে ক্লাবের পক্ষ হতে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ক্লাবের নতুন সদস্য হিসাবে ডা. মোঃ নোমান মন্জুর অপু কে ক্লাবের ম্যাগাজিন এবং রোটারি পিন পরিয়ে স্বাগত জানান রোটারিয়ান ইঞ্জিনিয়ার শরিফুল হক।