রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের ক্লাব পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

এগ্রিলাইফ২৪ ডটকম: আজ (২২ জুন ২০২৪) ৫০ তম নিয়মিত সাপ্তাহিক সভা, ক্লাব সমাবেশ, ক্লাব পুরষ্কার বিতরণ অনুষ্ঠান ও রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর বাৎসরিক সমাপনী ফেলোশিপ ২০২৪ এর অনুষ্ঠান রাজশাহী মহিলা কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র সম্মেলন কক্ষে দিনব্যাপী অনুষ্ঠিত হয়।

ইভেন্ট চেয়ার রোটারিয়ান রফিকুল ইসলাম রিপন কর্তৃক এই কর্মসূচী চেয়ার রোটারিয়ান সিপি হাসিবুল হাসান নান্নু এমপিএইচএফ এর কাছে হাস্তন্তর করেন। প্রোগ্রাম চেয়ার কর্তৃক অতিথিবৃন্দদের আসন গ্রহণের ম্যাধমে শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোৗদি আরবের রিয়াদ প্রিন্স সুলতান ইউনিভার্সিটির প্রফেসর ড. সৈয়দ শাহ আলম। এসময় রোটায়িান পিপি কো-অর্ডিনেটর, জোন ৩, আরআইডি ৬৪, বাংলাদেশ আরসি পিপি সৈয়দ আবু সাইদ সম্মানীয় অতিথি হিসেবে ছিলেন।

দিনব্যাপী এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহিলা কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত ) মোহাম্মদ শফিকুল ইসলাম, রোটারি সহকারী গভর্নর (জোন-৪-৩২৯১, ভারত রোটায়িয়ান পিপি আলাউল হক, আরসি ডোমকল মুর্শিদাবাদ, আরআইডি ৩২৯১, ভারতের আরটিএন.পিপি মুনসুর হাবিবুল্লাহ এবং আরসি ডোমকল মুর্শিদাবাদ, প্রেসিডেন্ট ইলেক্ট মোঃ ওয়াসিকুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন রোটারিয়া মো. রফিকুল ইসলাম। পরে দুই দেশের নাগরিক বৃন্দের উপস্থিতি থাকায় যথাযোগ্য সম্মান প্রদর্শন পূর্বক জাতীয় সংগীত পরিবেশন করা হয়। রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল সভাপতি ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফ কর্তৃক সভার শুভ সূচনার মাধ্যমে (কল টু অর্ডার) ক্লাব সেক্রেটারি (২০২৩-২৪) রোটারিয়ান কামরুজ্জামান রোটা বর্ষের (২০২৩-২৪) প্রতিবেদন পাঠ এবং রোটারি প্রত্যয় পাঠ করেন মহসীন আলী।

পরিচিতি পর্ব শেষে অনুষ্ঠানে আগত আমন্ত্রিত সকল অতিথিবৃন্দ'কে ক্লাব ব্যাচ পরিয়ে শুভেচছা জ্ঞাপন করেন। পাশাপাশি এক আনন্দ মুখর পরিবেশে সম্প্রতি যাদের জন্মদিন ছিলো তাদের প্রত্যেককে শুভেচ্ছা জানান। রোটারি রীতি অনুযায়ী ক্লাব সদস্যদের বিবাহ বার্ষিকী কেক কেটে সকলের মধ্যে আনন্দ ভাগ করে নেয়। অনুষ্ঠানে অতিথিবৃন্দ মানুষের সেবায় নিজেরদেও নিয়োজিত করার পাশাপাশি সমাজ উন্নয়নে ভ‚মিকা রাখার কথা বলেন। তারা আরো বলেন আমাদের সমাজের প্রতি দায়বদ্ধতা রয়েছে, সেই দায়বদ্ধতা থেকে মুক্তির জন্যই মানুষের পাশে আছি।

ক্লাব সমাবেশ স্পিকার আরটিএন.পিপি মো.ফকরুল ইসলাম, এমপিএইচএফ.বি.পিএইচএস ,আরসি গুলশান এবং রোটিারিয়ান পিপি আমিনুল ইসলাম শাহীন এমপিএইচএফ, আরসি যশোর ইস্ট, রোটিারিয়ান সিপি রোটারিয়ান সিপি শাহজাহান বাবু পিএইচএফ, আরসি মেট্রোপলিটন রংপুর ক্লাব পুরষ্কার অনুষ্ঠান ও আরসি রাজশাহী সেন্ট্রাল এর বার্ষিক সমাপনী ফেলোশিপ কর্মসূচীতে যোগ দেন।

বিভিন্ন ক্লাব হতে আগত সভাপতি এবং সাধারণ সম্পাদক অনুষ্ঠানে বক্তব্য রাখেন। রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল চার্টার্ড প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডস-২০২৩-২৪ এ রোটারিয়ান প্রফেসর ড. জালাল উদ্দিন সরদার, পরিচালক-অ্যাডমিন, রাজশাহী কেন্দ্রীয় আর.সি, রোটারিয়ান সিউলি হাসান পিএইচএফ, সার্ভিস প্রকল্প, সভাপতি ইলেক্ট, রাজশাহী কেন্দ্রীয় আর.সি সর্বোচ্চ পারফরম্যান্স পুরস্কার রোটারিয়ান পিপি মো. রফিকুল ইসলাম (রিপন) পিএইচএফ, পরিচালক (টিআরএফ), আরসি রাজশাহী কেন্দ্রীয় পুরস্কার থেকে সর্বোচ্চ সেবা, পিপি রোটারিয়ান. মো. ফকরুল ইসলাম, এমপিএইচএফ, বি, পিএইচএস, রোটারি ক্লাব অফ গুলশান, বাংলাদেশ, পিপি রোটারিয়ান. মো. আমিনুল ইসলাম শাহীন এমপিএইচএফ, আরসি যশোর ইস্ট রোটায়িান ইঞ্জি. মোঃ শরিফুল হক পরিচালক (প্রশাসন), আরসি রাজশাহী সেন্ট্রাল, কন্ট্রিবিউট টু প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পান মাহবুবা হাসনীন, ফার্স্ট লেডি (২০২৩-২৪) আরসি রাজশাহী সেন্ট্রাল, পাশাপাশি ভোকেশনাল অ্যাওযার্ড পান এইচ এম বাবুল, ফ্রিল্যান্সার লাইভস্টক সার্ভিস প্রোভাইডার, নীলফামারী এবং পরিবেশ বিসয়ে অ্যাওয়ার্ড পান রোটায়িান মোঃ মিজানুর রহমান, চেয়ারম্যান, সেভ দ্য নেচার এন্ড লাইফ।

ক্লাব সম্পাদকের চৌধুরী মোখলেসুর রহমান সুমন এর ঘোষণা এবং চেয়ারম্যান কর্তৃক অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।