রাজশাহীতে বৃক্ষরোপণ ও বিতরণের মাধ্যমে সামাজিক সচেতনতা তৈরী কার্যক্রম

এগ্রিলাইফ২৪ ডটকম: আজ ২৬শে সেপ্টেম্বর ২০২৪, রাজশাহীর মিশন গার্লস হাই স্কুলে রাজশাহী এবং রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল (জ়েলা-৬৪, বাংলাদেশ) ও প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন,এর যৌথ উদ্যোগে "বৃক্ষ রোপণ ও বিতরণের মাধ্যমে সামাজিক সচেতনতা তৈরী - ২০২৪" শীর্ষক একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. জালাল উদ্দিন সরদার, প্রতিষ্ঠাতা ডীন, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। সন্মানিত অতিথি হিসেবে ছিলেন মোঃ রফিকুজ্জামান শাহ, বিভাগীয় বন কর্মকর্তা, সামাজিক বন বিভাগ, রাজশাহী। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মারিয়া অলোকা মন্ডল, প্রধান শিক্ষক, মিশন গার্লস হাই স্কুল, রাজশাহী, মো। ফত্তাহ, চ্যানেল আই, চীফ, রাজশাহী ও রোটারিয়ান মো আতিকুর রাহমান, সম্পাদক, রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল ।

অনুষ্ঠানের প্রোগ্রাম চেয়ার ছিলেন রোটারিয়ান ড. গোলাম মওলা, ডিরেক্টর, রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল।

এই কর্মসূচির আওতায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ৩০০টি বনজ এবং ফলদ গাছের চারা বিতরণ করা হয়। শিক্ষার্থীরা তাদের বিদ্যালয়ে এবং বাড়িতে এই চারাগুলো রোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানটির সহ-আয়োজক: প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, রাজশাহী ও সহযোগিতায়: সামাজিক বন বিভাগ, রাজশাহী এবং
সার্বিক ব্যবস্থাপনায়: রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল।

উভয় সংগঠনের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত থেকে এই মহতী উদ্যোগের অংশীদারিত্ব করেন।