ফডার ও ফোরেজ সিড মার্কেট সিস্টেম উন্নয়নে কাজ করবে "ACDI/VOCA এবং MIMBA"

এগ্রিলাইফ২৪ ডটকমঃ ACDI/VOCA এবং MIMBA দেশের ফডার ও ফোরেজ সিড মার্কেট সিস্টেম উন্নয়নে যৌথভাবে কাজ করবে। এলক্ষে ACDI/VOCA এবং MIMBA এক অংশীদারিত্ব মূলক চুক্তি স্বাক্ষর করেছে। যা বাংলাদেশে ফডার-ফোরেজ এর উৎপাদন, সংরক্ষণ ও ব্যবহার বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আজ সোমবার (৪ নভেম্বর) সকাল ৯:৩০ এ ঢাকায় অবস্থিত ACDI/VOCA এর বাংলাদেশ কার্যালয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ACDI/VOCA এর পক্ষে অংশীদারিত্ব মূলক চুক্তিটি স্বাক্ষর করেন মোঃ নুরুল আমীন সিদ্দিকি (কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ) এবং MIMBA-এর পক্ষে স্বাক্ষর করেন কৃষিবিদ ডা. মোঃ তাজাম্মুল হক (প্রতিষ্ঠাতা, মিমবা)।

এসময় উপস্থিত ছিলেন ডা. ইমরান হাসান (অ্যাক্টিভিটি লিড-পাবলিক প্রাইভেট ইনিশিয়েটিভ), ডা. সঞ্জয় চন্দ্র ভট্টাচার্য (সিনিয়র ফিল্ড কো-অর্ডিনেটর), উবা হে (গ্রান্টস ম্যানেজার), আসিফ হোসেন (গ্রান্টস এন্ড এডমিন কো-অর্ডিনেটর) এবং কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম (প্রকল্প সমন্বয়ক, মিমবা)।

USAID এর ফিড দ্য ফিউচার বাংলাদেশ লাইভষ্টক এন্ড নিউট্রিশন একটিভিটির আওতায় এই প্রকল্পটি ফডার ও ফোরেজ চাষের আধুনিক চর্চা প্রবর্তনের মাধ্যমে দক্ষিণ ও পশ্চিম বাংলাদেশের ২১টি জেলার প্রান্তিক এবং বাণিজ্যিক ডেইরি খামারিদের জন্য সরাসরি সুফল বয়ে আনবে। প্রকল্পটি গবাদি প্রাণীর পুষ্টি ও উৎপাদনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখবে।

ACDI/VOCA বাংলাদেশ এর পক্ষ থেকে এই অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরে বলা হয় “এই অংশীদারিত্ব বাংলাদেশে প্রাণিসম্পদ খাতে ফডার-ফোরেজ এর এক নতুন যুগের সূচনা করবে। এটি তাদের পুষ্টিকর খাদ্য উৎপাদনের সক্ষমতা বাড়াতে, আরো উৎপাদনশীল প্রাণিসম্পদ খাত গড়ে তুলতে এবং জলবায়ু সহিষ্ণু ঘাসের বীজের বাজার সম্প্রসারণে ভূমিকা রাখবে।”

MIMBA-এর প্রতিষ্ঠাতা কৃষিবিদ ডা. মোঃ তাজাম্মুল হক, এই বক্তব্যকে সমর্থন করে বলেন, “আমরা ACDI/VOCA-এর সাথে এই ফডার ও ফোরেজ সিড মার্কেট সিস্টেমকে শক্তিশালী করতে অংশীদার হতে পেরে আনন্দিত। আমরা সম্মিলিতভাবে এই প্রকল্পটি সফল করতে বদ্ধ-পরিকর।”

এই অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশন (BSA) এবং এর অধীনস্থ ১৪টি সিড কোম্পানির অংশগ্রহণ নিশ্চিত করা হবে। এই প্রতিষ্ঠানগুলি ACDI/VOCA এবং MIMBA এর সাথে একত্রিত হয়ে ডেইরি খামারিদের জন্য উচ্চমানের জলবায়ু সহিষ্ণু ঘাস ও ঘাসের বীজের সহজলভ্যতা নিশ্চিত করতে কাজ করবে, যা স্থানীয় কৃষির উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে। পাশাপাশি, প্রাণিসম্পদ অধিদপ্তরের (DLS) ফডার ও ফোরেজ ডেভেলপমেন্ট প্রকল্প, বাংলাদেশ প্রাণীসম্পদ গবেষণা ইনস্টিটিউট (BLRI) এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (DAE) তাদের সহযোগীতা প্রদান করবে।

ফডার ও ফোরেজ সিড মার্কেট সিস্টেম ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় প্রাণীপালনকারী খামারিরা উন্নত জাতের ফডার ও ফোরেজ সিড সরবরাহ এবং তা উৎপাদনের জন্য প্রশিক্ষণ পাবে, যা তাদের ফডার চাষ, সংরক্ষণ ও ব্যবহার উন্নত করতে সহায়ক হবে। এই উদ্যোগের মাধ্যমে গবাদি পশুর উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবিকায়নে সরাসরি ইতিবাচক প্রভাব ফেলবে।