এগ্রিলাইফ২৪ ডটকমঃ ফিড দ্য ফিউচার ইউএসএআইডি'র উদ্যোগে আজ বুধবার (৬ অক্টোবর) খুলনা সিএসএস আভা সেন্টারে জাতীয় পেস্টিসাইড পলিসি ভ্যালিডেশনের উপর আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) কৃষিবিদ ড. সাহিনুল ইসলাম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপপরিচালক (প্রশাসন) কৃষিবিদ ড. মুহাম্মাদ মাহবুবুর রহমান, উপরিচালক, ( রপ্তানি), প্লান্ট কোয়ারান্টাইন, ডেপুটি চীফ কৃষিবিদ সাদেকুর রহমান এবং সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া এর সিনিয়র প্রোগ্রাম অফিসার উপস্হিত ছিলেন।
খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম ইসলামের সভাপতিত্বে কর্মশালায় মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কৃষিবিদ আবু নোমান ফারুক আহমেদ।
কর্মশালায় খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট ও নড়াইল জেলায় কৃষি বিভাগীয় অফিসার, বিজ্ঞানী ও এনজিও কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জাতীয় পেস্টিসাইড পলিসির উপর সুপারিশ প্রস্তুত করার জন্য দল গঠন করে সুপারিশ গ্রহণ করা হয়।
ইউএসএআইডি এর সিনিয়র ম্যানেজার-এগ্রিকালচার পলিসি আলোচ্য বিষয়ের উপর স্বাগত বক্তব্য ও পাওয়ার পয়েন্ট উপস্হাপন করেন।