এগ্রিলাইফ২৪ ডটকমঃ বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্হা অ্যাওসেড এর উদ্যোগে আজ বৃহস্পতিবার (০৭ নভেম্বর) খুলনা মহানগরীর একটি অভিজাত হোটেলে প্রাক-কপ ২৯ শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড.মুজিবর রহমানের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্লাইমেট জাস্টিস ফোরাম, খুলনা বিভাগীয় কো-কনভেনর ও খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের সহকারী প্রফেসর রিফাত জাহান উষা।
স্বাগত বক্তব্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর নগর ও গ্রামীণ পরিকল্পনা বিভাগের প্রফেসর ড. তুষার কান্তি রায়। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন, সুশীল সমাজের পক্ষে হুমায়ুন কবীর ববি, উন্নয়ন কর্মী শামীমা সুলতানা শিলু, গোধুলী, রেখা মারিয়া বৈরাগী, শিক্ষকদের পক্ষে খুবি'র সহকারী প্রফেসর সাধন চন্দ্র স্বর্নকার ও সাদিয়া জাহান মৌ, সাংবাদিকদের পক্ষে মোস্তফা জামাল পপলু, হেদায়েত হোসেন, কৌশিক দে বাপী, এহসান আাহমেদ প্রমুখ।
প্রি-কপ ২৯ এর উদ্দেশ্য বর্ণনা করেন অ্যাওসেড এর নির্বাহী পরিচালক শামীম আরেফীন। অনুষ্টানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ডব্লিউ এইচও' আসিফ আহমেদ।