"ফ্লোরা" দেশের কৃষির উন্নয়নে সাফল্যের একটি নাম: এম আনিস উদ দৌলা

আবুল বাশার মিরাজ, বিশেষ প্রতিনিধি: বাংলাদেশের কৃষির উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রাখা "ফ্লোরা" পণ্যকে দেশের প্রতিটি কৃষকের সম্পদ হিসেবে বর্ণনা করেছেন এসিআই গ্রুপের চেয়ারম্যান এম আনিস উদ দৌলা। “ফ্লোরা শুধু এসিআই-এর পণ্য নয়, এটি দেশের কৃষকদের পণ্য। ফ্লোরার মাধ্যমে আমরা যে স্বপ্ন দেখেছিলাম, তা অনেকটাই বাস্তবায়িত হয়েছে। দেশের প্রায় সব কৃষকই এই পণ্যের সুফল ভোগ করছেন। ফ্লোরা ব্যবহারের ফলে দেশের কৃষিজ উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।”

বৃহস্পতিবার (৭ নভেম্বর) ঢাকার এসিআই সেন্টারে আয়োজিত ‘মিট অ্যান্ড গ্রিট: দি ফ্লোরা অ্যাচিভার্স’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথি বলেন, “বাংলাদেশের কৃষিকে সমৃদ্ধ করা এবং ফসলের উৎপাদন বৃদ্ধি করাই ছিল আমাদের লক্ষ্য। ফ্লোরা তা বাস্তবায়নে অসাধারণ কার্যকারিতা দেখিয়েছে। এটি দেশের কৃষকদের জন্য অত্যন্ত লাভজনক ও কার্যকর সমাধান হিসেবে প্রমাণিত হয়েছে।”

এম আনিস উদ্ দৌলা আরো বলেন, “ফ্লোরার সাফল্যে অংশীদার হওয়া ডিলার, পরিবেশক ও কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। তাদের অক্লান্ত পরিশ্রম ও কৃষকদের পাশে দাঁড়ানোর প্রয়াসের কারণেই ফ্লোরা আজ এই অবস্থানে পৌঁছেছে।” তিনি কৃষকদের আরও বেশি পরিমাণে ফ্লোরা ব্যবহারে উৎসাহ দিতে এবং সহযোগিতার হাত প্রসারিত করতে সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ সি আই ক্রপ কেয়ার এর ম্যানেজিং ডিরেক্টার সুস্মিতা আনিস। তিনি আগত এ সি আই ক্রপ কেয়ার এর সকল পরিবেশকদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে অনান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন এ সি আই ক্রপ কেয়ারের চীফ অপারেটিং অফিসার ড. মুকতার আহমেদ সরকার, সিনিয়র জেনারেল ম্যানেজার (প্রোডাক্ট ডেভেলপমেন্ট এন্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স) সুবীর চৌধুরী, সিনিয়র জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মো. আব্দুর রহমান, জেনারেল ম্যানেজার (সেলস্) মো. আসাদুজ্জামান মাসুদ, ফ্লোরার ম্যানেজার (ম্যানেজার, পি এন্ড ডিজি) আবু বকর সিদ্দিক।

‘মিট অ্যান্ড গ্রিট: দি ফ্লোরা অ্যাচিভার্স’ অনুষ্ঠানে ফ্লোরা সংশ্লিষ্ট বিভিন্ন সাফল্যের কাহিনী তুলে ধরা হয়। এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলের সফল ডিলার ও পরিবেশকদের বিশেষভাবে সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও অনুষ্ঠানে সারাদেশের ফ্লোরার সাথে জড়িত ২ শতাধিক পরিবেশক, ডিলার, কর্মকর্তা উপস্থিত ছিলেন।