ডেস্ক রিপোর্টঃ ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট ২০২৪ তারিখে ফ্যাসিবাদী আওয়ামলীগের বিদায়ের তিন মাস অতিক্রান্ত হলেও প্রাণিসম্পদ অধিদপ্তরে ফ্যাসিস্ট আওয়ামিলীগের সরকারের সময়ে নিয়োগকৃত বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকগণ বহাল তবিয়তে স্বপদে বহাল থাকায় অদ্য ১০/১১/২০২৪ তারিখ রোজ রবিবার সকাল এগারোটায় ভেটেরিনারি ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ এক বিক্ষোভ সমাবেশ আয়োজন করে। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন দি ভেট এক্সিকিউটিভ এর সভাপতি ডাঃ রেজাউল করিম মিয়া।
ভেটেরিনারি ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ এর মহাসচিব ডাঃ কবির উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডাঃ মোঃ আল আমিন, সাধারণ সম্পাদক, দি ভেট এক্সিকিউটিভ ডাঃ হারুনুর রশীদ, ডাঃ খান সোহেল, ডাঃ আলমগীর, , ডাঃ শাহজাহান সাজু, ডাঃ জহিরুলইসলাম, ডাঃ তপু, ডাঃ তাপস , ডাঃ নাজমুল, ডাঃ শাহাদত হোসেন পারভেজ, ডাঃ জান্নাত, ডাঃ জুলকারনাইন প্রমুখ।
বক্তারা বলেন আওয়ামিলীগের সময়ে নিয়োগ প্রাপ্ত সকল দুর্নীতিবাজ প্রকল্প পরিচালককে বদলী করতে হবে। ডিএলএসে কর্মরত আওয়ামী সুবিধভোগী সকল কর্মকর্তাদের বদলি করতে হবে। আওয়ামী দোসর কোনো কর্মকর্তার নতুন করে ডিএলএসে পদায়ন কোনোভাবেই বরদাশত করা হবে না। বক্তারা ভেটেরিনারি সার্ভিসকে ইমার্জেন্সি ঘোষনা করার দাবি জানান। নেতৃবৃন্দ এলডিডিপি প্রকল্পের এলইও দের অধিদপ্তরে পদসৃজন করে নিয়োগ প্রদানেরও দাবি জানান।