এগ্রিলাইফ২৪ ডটকম:"মৎস্য খাতকে এগিয়ে নিতে বাপকাকে অনেক দায়িত্ব নিতে হবে, যেতে হবে বহুদুর"। আজ রবিবার (২ জুন) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ সচিব-এর কার্যালয়ে বেলা ৩টায় বাংলাদেশ আ্যকোয়া প্রোডাক্ট কোম্পানিজ অ্যাসোসিয়েশন (বাপকা)-এর পক্ষ থেকে নবনিযুক্ত সচিব-কে ফুলেল শুভেচ্ছা জানানোর সময় এসব কথা বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর।
বাংলাদেশ একুয়া প্রোডাক্ট কোম্পানিজ এসোসিয়েশন (বাপকা)-এর সকল সদস্যদের মৎস্য সেক্টরে বলিষ্ঠ ভূমিকা রাখা এবং সহযোগিতা করার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মৎস্য ও প্রাণিসম্পদ সচিব । আগামীতে এ সংগঠনটি মৎস্য সেক্টরের কল্যাণমুখী কার্যক্রমে আরও অবদান রাখবে বলে মনে করেন তিনি।
মৎস্য ও প্রাণিসম্পদ সচিব-এর সাথে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন -বাপকা'র সভাপতি জনাব মোহাম্মদ হাবিবুর রহমান, সহ সভাপতি সনাতন ঘোষ, সাধারন সম্পাদক জনাব মনিরুল হক খান, যুগ্ম সা: সম্পাদক জামিল হোসেন, ও কোষাধ্যক্ষ মোতাসিম বিল্লাহ তারেক।
মৎস্য খাতে রপ্তানিকে গুরুত্ব দিতে হবে মৎস্যজাত পণ্য চিংড়ি বা সাদা মাছ যাই হোক না কেন এসব বিষয়ের উপর অধিক গুরুত্ব দিতে হবে। রপ্তানির জন্য প্রয়োজনীয় পলিসি থেকে শুরু করে যা যা করণীয় মৎস্য খাতের বিভিন্ন অ্যাসোসিয়েশনকে এজন্য একসাথে কাজ করতে হবে। এতে ছোট বড় সকল মৎস্য চাষী যেমন উপকৃত হবে তেমনি বৈদেশিক মুদ্রা আয়ে দেশ জনগণ এবং সরকার উপকৃত হবে বলে মনে করনে এ খাত সংশ্লিস্টরা।
উল্লেখ্য, ২০১৭ সালের শেষের দিকে এ সংগঠনটির কার্যক্রম শুরু হলেও সময়ের প্রয়োজনে এ সংগঠনটি এখন মৎস্য সেক্টরের ব্যবসায়ীদের একটি অত্যন্ত প্রয়োজনীয় সংগঠনে পরিণত হয়েছে। মাত্র কয়েক বছরের মধ্যে অ্যাসোসিয়েশনটি নানা কল্যাণমুখী কার্যক্রমের মাধ্যমে মৎস্য সেক্টরের সরকারি বেসরকারি সকল পর্যায়ের স্টেক হোল্ডারদের মাঝে নজর কাড়তে সক্ষম হয়েছে সংগঠনটি।