জয়পুরহাটে পোল্ট্রি বিষয়ে প্রযুক্তিগত ও ব্যবস্থাপনা সংক্রান্ত উন্নততর প্রশিক্ষনের শুভ সূচনা

এগ্রিলাইফ২৪ ডটকম: জয়পুরহাটে নিরাপদ পোল্ট্রি ও পোল্ট্রিজাত পণ্যের উৎপাদন এবং বাজারজাতকরণে প্রযুক্তির ব্যবহার ও সুষ্ঠ ব্যবস্থাপনার লক্ষে উদ্যোক্তাদের মাঝে প্রশিক্ষনের শুভ সূচনা করা হয়েছে। PKSF-এর অর্থায়নে ও IFAD-এর সহযোগিতায় এটি বাস্তবায়নে করছে জাকস ফাউন্ডেশন।

আজ ২৪ এপ্রিল (সোমবার) জয়পুরহাটের সবুজনগরে অবস্থিত জাকস ফাউন্ডেশন কার্যালয়ে প্রশিক্ষনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উল্লেখ্য RMTP (poultry) প্রকল্পের আওতায় জয়পুরহাট জেলার পোল্ট্রি সেক্টরের ১০হাজার জন উদ্যোক্তাকে (ব্যাকওয়ার্ড ও ফরওয়ার্ড) বিষয়ে এ প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছে জাকস ফাউন্ডেশন ।