রাজধানী প্রতিনিধি: ফিড মিল ইন্ডাস্ট্রিতে কর্মরত সকল ইঞ্জিনিয়ারদের সংগঠন ফিড ইন্ডাস্ট্রিজ ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (FIEAB)- এর আয়োজনে এবং মলিগ্রাফ লুব্রিকেন্ট এর পৃষ্ঠপোষকতায় ঢাকার অদূরে ছুটি রিসোর্ট, পূর্বাচলে আজ শুক্রবার (১৮ অক্টোবর) দিনব্যাপী ফিড মিল লুব্রিকেশন এর উপরে একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে ফিড ইন্ডাস্ট্রিতে কর্মরত ইঞ্জিনিয়ারগণ উপস্থিত থাকার পাশাপাশি ফিড সেক্টরের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কারিগরি দক্ষতা উন্নয়ন এবং নেটওয়ার্কিং এর সুযোগ তৈরি করাই এই ধরনের আন্তর্জাতিক সেমিনার আয়োজনের মূল উদ্দেশ্য বলে জানান এ অনুষ্ঠানের আয়োজকরা।
ফিড ইন্ডাস্ট্রিজ ইঞ্জিনিয়ারস এসোসিয়েশন অব বাংলাদেশ (FIEAB)-এর সভাপতি প্রকৌশলী মোঃ জহুরুল ইসলাম-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী দিদারুল আলম-এর সঞ্চালনায় এ কারিগরটি সেমিনারটিতে মলিগ্রাফ লুব্রিকেন্ট এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন জনাব সামাদ শাহ, ডিরেক্টর, মি: হিতেশ পিম্পলসেনডে, ইন্টারন্যাশনাল বিজনেস হেড, জনাব ফিরোজ সাঈদ, ভাইস প্রেসিডেন্ট সেলস এন্ড টেকনিক্যাল সাপোর্ট এবং জনাব খালেদ বিন ইসলাম, টেরিটরি সেলস ম্যানেজার, বাংলাদেশ।
সেমিনারে মি: হিতেশ পিম্পলসিনডে টেকনিকাল সেশন পরিচালনা করেন। ফিরোজ সাইদ কোম্পানির সফলতা নিয়ে আলোচনা রাখেন।এছাড়াও ফিড ইন্ডাস্ট্রিতে মলিগ্রাফ লুব্রিকেন্ট এর ব্যবহারের ভালো দিক তুলে ধরেন। এছাড়াও বিভিন্ন মেশিনারিতে লুব্রিকেন্ট চয়েসের গুণাবলি তুলে ধরেন।।
সেমিনারে FIEAB সভাপতি প্রকৌশলী মোঃ জহুরুল ইসলাম বলেন "আমাদের ফিড ইন্ডাস্ট্রিতে কর্মরত ইন্জিনিয়াররা নিরবে দেশের জনগনের পুষ্টি উন্নয়নে কাজ করে যাচ্ছে। তাদের দক্ষতাকে আরো গতিশীল করার লক্ষে আজকের এই কারিগরি সেমিনারের আয়োজন।
FIEAB সাধারণ সম্পাদক প্রকৌশলী দিদারুল আলম বলেন, বাংলাদেশ ফিড সেক্টরে কর্মরত জনবলের কারিগরি দক্ষতা অর্জন ও সুদক্ষ কর্মী বাহিনী গড়ে তোলার মাধ্যমে একটি কার্যকরী ফিড সেক্টর গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এ সংগঠন। তিনি আশাবাদী এ ধরনের কারিগরী সেমিনারের মাধ্যমে তাদের দক্ষতা আরো বৃদ্ধি পাবে যা সেক্টরে ইতিবাচক ফল বয়ে নিয়ে আসবে।
"আমাদের এ প্রতিষ্ঠান পাঁচ শতাধিক সদস্যদের পরিবার। এর মাধ্যমে আমাদের নেটওয়ার্ক বাড়াবো। আমাদের ইন্জিনিয়ারিং শিক্ষা একটি টেকনোলজিকাল পেশা। আমরা অনেক ক্ষেত্রেই এটি এড়িয়ে টেবিল ওয়ার্ক করি। তাই যোগ্যতার ঘাটতি তৈরি হয়"। এ প্রতিষ্ঠানের মাধ্যমে নতুন প্রযুক্তির সাথে পরিচিত হওয়ার সুযোগ বাড়বে বলেন দিদারুল আলম ।
বক্তারা বলেন, দেশে ৩৫ থেকে ৪০ হাজার কোটি টাকার পোল্ট্রি ইন্ডাস্ট্রির একটি বড় অংশের ইনভেসমেন্ট ফিড ইন্ডাস্ট্রিতে লগ্নি করেছেন আমাদের দেশীয় এবং আন্তর্জাতিক উদ্যোক্তারা। দেশীয় যন্ত্রপাতির পাশাপাশি ইউরোপ, আমেরিকা, জাপান, তাইওয়ান এবং চায়না থেকে আমদানিকৃত অসংখ্য অত্যাধুনিক প্রযুক্তির ফিডমিল বাংলাদেশে চলমান।
সেমিনারে কারিগরী বিশেষজ্ঞরা বলেন, মেশিনারিজ মানেই মুভিং পার্টস, যেখানেই মুভিং পার্টস এর ব্যবহার সেখানেই লুব্রিকেশন এর প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে সঠিক নিয়মে এবং সঠিক মানের লুব্রিক্যান্ট ব্যবহার অনেকটাই অবহেলিত একটি বিষয়। ফলে হুমকির মুখে পড়ে যায় কোটি টাকার মেশিনারিজ। আর এই সমস্যার সমাধানে ইঞ্জিনিয়ার এবং ইন্ডাস্ট্রি প্রফেশনালদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে ফিড ইন্ডাস্ট্রিজ ইঞ্জিনিয়ারস এসোসিয়েশন অব বাংলাদেশ এবং মলিগ্রাফ লুব্রিকেন্ট এর যৌথ উদ্যোগে ফিড মিল লুব্রিকেশনের উপর এই আন্তর্জাতিক সেমিনারটি ফিড শিল্পে ব্যাপক ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা।