"আমাদের পুঁজি আমরাই উদ্যোক্তা"

এগ্রিলাইফ২৪ ডটকমঃ "সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ" ৫৩তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে ডুমুরিয়ার ভিলেজ সুপার মার্কেটে সফল নিরাপদ কৃষিপণ্য বিপণন উৎপাদনমুখী সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে উদযাপিত হলো ৫৩ তম জাতীয় সমবায় দিবস ২০২৪।

বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভায় প্রায় ২৫০ জন সমবায়ী শেয়ারহোল্ডার, কার্যকরী কমিটির সদস্য, বিভিন্ন পর্যায়ের গন্যমান্য ব্যক্তিসহ সলিডারিডাড নেটওর্য়াক এশিয়া, উত্তরণ ও ক্লাসিক্যাল হ্যান্ডমেড প্রোডাক্ট লি: এর কর্মকর্তাগন উপস্থিত ছিলেন ।

উল্লেখ্য, ১০ অক্টোবর ২০২১ সালে খুলনা জেলা সমবায় অধিদপ্তর কতৃর্ক নিবন্ধনকৃত (রেজি: নং ১৩৮ কে) সমবায় সমিতি টি সমগ্র ডুমুরিয়া উপজেলা ব্যাপি প্রায় ১৮০০ সমবায়ী সদস্যদের নিয়ে "আমাদের পুঁজি আমরাই উদ্যোক্তা" বাস্তবে রুপদানে সমবায়ীদের উদ্বুদ্ধ করে টেকসই কৃষক সমবায় প্রতিষ্ঠাসহ যাত্রা শুরু করে।

প্রতিষ্ঠানটি প্রাতিষ্ঠানিক রুপে গড়ে তুলতে সমবায়ের নীতিমালা অনুসরণসহ বিভিন্ন সরকারী-বেসরকারী ও প্রাইভেট সেক্টরের সাথে নিয়মিত ফলপ্রসু যোগাযোগ রক্ষা করে চলেছে। কৃষক কেন্দ্রিক এই সমবায় সমিতিকে উন্নয়নমুখী ও টেকসই করতে শুরু থেকেই কৃষক সমবায়ীদরে সক্ষমতা বৃদ্ধি এবং উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে কৃষি, অকৃষি, বিপণন ও সেবা প্রদানের মাধ্যমে আর্ন্তজাতিক সংস্থা সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করে যাচ্ছে।

সমবায়ীদের উজ্জীবিত করতে জাতীয় সমবায় দিবসে অংশগ্রহণকারী অতিথিবৃন্দ সমবায়ীদের কাছে সমবায়ের গুরুত্ব তুলে ধরেন।