খুলনার ডুমুরিয়ায় মাইক্রো-ওয়াটারশেড গভর্নেন্স ও রক্ষণাবেক্ষণ শীর্ষক ওরিয়েন্টেশন

এগ্রিলাইফ২৪ ডটকমঃ সোমবার (৪ নভেম্বর) সফল ফর সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা (IWRM) প্রকল্পের আওতায় খুলনার ডুমুরিয়া উপজেলার ৪নং খর্ণিয়া ইউনিয়ন পরিষদ হল রুমে মাইক্রো-ওয়াটারশেড গভর্নেন্স এবং রক্ষণাবেক্ষণের জন্য একটি মডেল পাইলটিং সম্পর্কিত ওরিয়েন্টেশন আয়োজন করা হয়।

রাজকীয় নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহায়তায় সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও সহযোগী বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা উত্তরণ খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার ৬টি উপজেলায় প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পের কার্যক্রমের মধ্যে মাইক্রো-ওয়াটারশেড খনন বিশেষ গুরুত্ব বহন করে। কমিউনিটির অংশগ্রহণে খাল খনন করা হচ্ছে।

ভবিষ্যতে খালের রক্ষণাবেক্ষণ ও পরিচালনা কিভাবে হতে পারে তার কৌশল নির্ধারণের জন্য ইউনিয়ন পরিষদের নির্বাচিত জন প্রতিনিধিগন ও ইউপি প্রশাসনিক কর্মকর্তা, উপজেলা কৃষি দপ্তরের উপ-সহকারী কৃষি অফিসার , ইউনিয়ন ভূমি অফিসার এবং খাল কমিটির মনোনীত ৬ জন কৃষক ওরিয়েন্টেশনে অংশগ্রহণ করেন।

৪ নং খর্ণিয়া ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার খর্ণিয়ার কৃষি ও মৎস্য সুরক্ষার জন্য খাল খননের জন্য সলিডারিডাড ও উত্তরণকে ধন্যাবাদ জানান। তিনি বলেন, খালের আবর্জনা পরিস্কার-পরিচ্ছন্ন রাখা এবং জমির পলি যাতে কেউ খালে না ফেলে সেদিকে খাল কমিটির সদস্যদের সতর্ক পর্যবেক্ষণ থাকতে হবে।

প্রকল্পের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার কৃষিবিদ ইন্দু ভূষণ রায খননকৃত খালের ক্যাচমেন্ট এলাকায় সুশাসন নিশ্চিত করার জন্য জনপ্রতিনিধিদের অনুরোধ করেন।

নেদারল্যান্ডস্ থেকে আগত ডানিয়েল নুপ বলেন, মাইক্রো-ওয়াটারশেড রক্ষণাবেক্ষণে কমিউনিটির সব পর্যায়ের উপকারভোগীদের অংশগ্রহণ থাকলে খালের পানি প্রবাহ ভাল থাকবে। সফল ফর আইডব্লিউআরএম- এর খুলনা অফিসের ম্যানেজার কৃষিবিদ মোস্তফা নূরুল ইসলাম, সিনিয়র প্রোগ্রাম অফিসার কৃষিবিদ এস এম ফেরদৌস ও প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ নাবিলা আজহার সেশনের সহায়তাকারী হিসেবে কাজ করেন।

অন্যান্যের মধ্যে যশোর অফিসের ম্যানেজার কৃষিবিদ ড. নাজমুন্নাহার, উত্তরণ ও জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রকল্প ম্যানেজার যথাক্রমে কৃষিবিদ মোঃ ইকবাল হোসেন ও কৃষিবিদ মোঃ রুবেল আলী, ডুমুরিয়ার ওয়াটার ক্লাসটার অফিসার শুক্লা মন্ডল, ওয়াটার ক্লাস্টার ফ্যাসিলিটেটর অর্পনা, ইমরান হোসেন, কামরুল হোসেন, চৌধুরী রাজিব ও ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, খর্ণিয়া ইউনিয়নে চলতি বছরে কাঠালিয়া মাইক্রো-ওয়াটারশেড খনন করা হয়েছে এবং আগামীতে রামতেলী খাল পুনঃখনন করা হবে।