ফ্লোরা লাকি কুপন সিজন-৫: মোটরসাইকেলসহ আকর্ষণীয় পুরস্কার জিতে নিলেন বিজয়ীরা

আবুল বাশার মিরাজ, বিশেষ প্রতিনিধি: এ সি আই ক্রপ কেয়ারের উদ্যোগে ঢাকার এ সি আই সেন্টারে অনুষ্ঠিত হলো ফ্লোরা লাকি কুপন ড্র সিজন-৫। এই লটারিতে বিভিন্ন পরিবেশক ও ডিলারদের জন্য আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। প্রথম পুরস্কার হিসেবে একটি হিরো গ্ল্যামার ১২৫ সিসি মোটরসাইকেল জিতে নেন চাঁদপুর টেরিটরির মেসার্স নান্নু ট্রেডার্স (কুপন নম্বর- ০৫৭১৮)।

মো. রেজাউল হক (সেলস্ ম্যানেজার, ইস্ট) পরিবেশকের পক্ষ থেকে এই পুরস্কারটি গ্রহণ করেন। এ সি আই গ্রুপের চেয়্যারমান এম আনিস উদ্ দৌলা, এসিআই ক্রপ কেয়ার এর ম্যানেজিং ডিরেক্টার সুস্মিতা আনিস উপস্থিত থেকে তাদের হাতে এ পুরস্কার তুলে দেন। বৃহস্পতিবার (৭ নভেম্বর ২০২৪) ঢাকার এসিআই সেন্টারে সারাদেশের ফ্লোরা পরিবেশক, ডিলার, কর্মকর্তাদের নিয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অত্যন্ত প্রাণবন্ত এবং উৎসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে অনান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন এ সি আই ক্রপ কেয়ারের চীফ অপারেটিং অফিসার ড. মুকতার আহমেদ সরকার, সিনিয়র জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মো. আব্দুর রহমান, সিনিয়র জেনারেল ম্যানেজার (প্রোডাক্ট ডেভেলপমেন্ট এন্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স) সুবীর চৌধুরী, জেনারেল ম্যানেজার (সেলস্) মো. আসাদুজ্জামান মাসুদ, ফ্লোরার ম্যানেজার আবু বকর সিদ্দিক। এছাড়াও অনুষ্ঠানে সারাদেশের ফ্লোরার সাথে জড়িত ২ শতাধিক পরিবেশক, ডিলার, কর্মকর্তা উপস্থিত ছিলেন।

দ্বিতীয় পুরস্কার: এসি (২টি) জিতে নেন যথাক্রমে মেসার্স রব্বু এ্যান্ড ব্রাদাস, ডোমার, রংপুর (কুপন নাম্বার- ০৫১৩০), মেসার্স খন্দকার ট্রেডার্স, বরগুনা, বরিশাল (কুপন নাম্বার -০৫২৭৯)।

তৃতীয় পুরস্কার ৩২" স্মার্ট টিভি (৩ টি) জিতে নেন মেসার্স আব্দুল বাতেন, কোটচাঁদপুর, (কুপন নাম্বার- ০৫৪৬১), মেসার্স সাদিক ট্রেডার্স, আতাইকুলা, রাজশাহী (কুপন নাম্বার- ০৫৬৪৮), মেসার্স দৃষ্টি ট্রেডাস, রাজশাহী (কুপন নাম্বার-০৫৯২৬)।

চতুর্থ পুরস্কার: রেফ্রিজারেটর (৪ টি) জিতে নেন যথাক্রমে মেসার্স জুই এন্টারপ্রাইজ, মোহনপুর, রাজশাহী (কুপন নাম্বার-০৫৯৭৪), মেসার্স নূর ট্রেডার্স, শিবগঞ্জ, রাজশাহী (কুপন নাম্বার- ০৫৩৮৪), মেসার্স মহিদুল ট্রেডার্স (পীরগঞ্জ, দিনাজপুর (কুপন নাম্বার- ০৫৩৮৪), মেসার্স নূরজাহান এন্টারপ্রাইজ, নোয়াখালী (কুপন নাম্বার-০৫৭৪৫)

পঞ্চম পুরস্কার: ঢাকা-কক্সবাজার/সুন্দরবন (৩ দিন/২ রাত) ভ্রমণ (৫ টি) জিতে নেন যথাক্রমে মেসার্স শহীদ এন্টারপ্রাইজ, পটুয়াখালি, বরিশাল (কুপন নাম্বার-০৫৫১৪), মেসার্স পরিতোষ রায়, কিশোরগঞ্জ, ময়মনসিংহ (কুপন নাম্বার- ০৫৭৫৪), মেসার্স ভাই বোন এন্টারপ্রাইজ, দেওয়ানগঞ্জ, ময়মনসিংহ (কুপন নাম্বার- ০৫৭৬৭), মেসার্স সাজ্জাদ এন্টারপ্রাইজ, মোহনপুর, রাজশাহী (কুপন নাম্বার-০৫৯৪২), মেসার্স জসিম ট্রেডার্স, শিবগঞ্জ, রাজশাহী (কুপন নাম্বার- ০৫৯৯৪),

ষষ্ঠ পুরস্কার: স্মার্ট মোবাইল ফোন (৬টি) জিতে নেন যথাক্রমে মেসার্স এমএস এন্টারপ্রাইজ, রাজশাহী (কুপন নাম্বার- ০৫০৭৮), মেসার্স আলিফ ট্রেডার্স, খাগড়াছড়ি (কুপন নাম্বার- ০৫৩৩৩), মেসার্স মুক্তা লিজা সার বিতান, কুমিল্লা (কুপন নাম্বার- ০৫৭০৮), মেসার্স দৃষ্টি ট্রেডার্স, বাড়িয়া, গাজীপুর (কুপন নাম্বার-০৫৯২১), মেসার্স ভাই ভাই কৃষি স্টোর, ফকিরহাট, যশোর (কুপন নাম্বার- ০৫৬৯৩)।

এছাড়াও পরিবেশক, ডিলারদের মাঝে সর্বমোট ৫৫ টি আকর্ষনীয় পুরস্কার লটারির মাধ্যমে প্রদান করা হয়। জমজমাট এ অনুষ্ঠানটি জুম, ফেসবুক লাইভের মাধ্যমে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে পরিবেশকগণ ও অফিসারবৃন্দ উপভোগ করেছেন।

উল়েখ্য, ভারতের বিখ্যাত প্রতিষ্ঠান দেবী ক্রপসায়েন্স প্রাইভেট লিমিটেড এর অন্যতম এক আবিষ্কার হলো ফ্লোরা যা নাইট্রোবেনজিন সমৃদ্ধ একটি বিশেষ ফলনবর্ধক। বিশ্বের বিভিন্ন দেশে এটি ব্যাপক ভাবে সমাদৃত একটি পণ্য। বাংলাদেশে এ সি আই ক্রপ কেয়ারই হলো এর একমাত্র ডিস্ট্রিবিউটর।