নাহিদ বিন রফিক (বরিশাল): বরগুনার তালতলীতে সূর্যমুখীর মাঠ দিবস অনুষ্ঠিত।২৯ এপ্রিল উপজেলার জাকিরতবক গ্রামে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এই মাঠ দিবসের আয়োজন করা হয়। তেলফসলের এই মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. আবু সৈয়দ মো: জোবায়দুল আলম। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার আবু জাফর মো. ইলিয়াস। অনুষ্ঠানে ৮০ জন কৃষক-কিষাণী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি কৃষকদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতি ইঞ্চি অনাবাদি পতিত জমি চাষবাদের আওতায় আনতে হবে। পাশাপাশি তেলজাতীয় ফসলের আবাদ ও উৎপাদন বাড়ানো চাই। আর তা বাস্তবায়নে আপনাদের যেকোনো সহযোগিতা এবং পরামর্শ দিতে কৃষি বিভাগ প্রস্তুত আছে। তিনি বিষমুক্ত উচ্চমূল্যের ফসল উৎপাদন, উন্নত বীজ ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে কৃষকদের ধারণা দেন।
প্রদর্শনীভুক্ত কৃষক জুয়েল জানান , তিনি কৃষি অফিস থেকে প্রদর্শনীর সার, বীজ এবং অন্যান্য উপকরনসহ প্রয়োজনীয় পরামর্শ পেয়েছেন। তার ৫০ শতক জমিতে হেক্টরপ্রতি সূর্যমুখীর ফলন হয়েছে প্রায় ১.৮ টন।