বরিশালে বিনা মুগ-৮ বিষয়ক মাঠদিবস অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে বিনা মুগ-৮ বিষয়ক মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১ টায় বরিশাল সদরের হিজলতলায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিনার মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিনার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামছুন্নাহার বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিনার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুন নাহার।

মাঠদিবসে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক, বিনার সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা কাজী এনায়েত হোসেন, উপসহকারি কৃষি কর্মকর্তা অজিত কুমার দাস, কৃষক এম এ ছালাম মৃধা, কিষাণী মোসাম্মৎ মরিয়ম প্রমুখ। অনুষ্ঠানে বরিশাল সদরের ৬০ জন কৃষক অংশগ্রহণ করেন।

মাঠদিবসে প্রধান অতিথির বক্তৃতায় বিনার মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম বলেন, মুগ অল্পদিনের ফসল। চাষে খরচ কম। এর ফলন বাড়াতে বিনা মুগ-৮ বেশ উপযোগী। দক্ষিণাঞ্চলের জন্য সম্ভাবনাময় এই জাতটির হেক্টরপ্রতি ফলন প্রায় ২ টন। এর দানা মাঝারী ধরনের। স্বাদ ভালো। রোগ-পোকাও কম হয়। সেই সাথে রয়েছে উচ্চ বাজারমূল্য। তাই এই জাত চাষ করলে কৃষকরা অধিক লাভবান হবেন।