বরিশালে পেয়ারার প্রক্রিয়াজাতকৃত পণ্য বিপণনের সম্ভাবনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে সমবায় সমিতির মাধ্যমে পেয়ারার প্রক্রিয়াজাতকৃত পণ্য বিপণনের সম্ভাবনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ নগরীর সার্কিট হাউজের সম্মেলনকক্ষে কৃষি বিপণন অধিদপ্তরের পেয়ারা প্রক্রিয়াজাতকরণ ব্রান্ডিং ও বিপণন কার্যক্রম সম্প্রসারণ কর্মসুচির উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মাসুদ করিম। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বিমল চন্দ্র কুন্ডু, সমবায় অধিদপ্তরের যুগ্মনিবন্ধক আব্দুল্লাহ আল মামুন, হর্টিকালচার সেন্টারের উপপরিচালক মো. অলিউল আলম এবং কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক এসএস মাহবুব আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কর্মসূচি পরিচালক মো. সানোয়ার হোসেন।

কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন, পিরোজপুরের জেলা কৃষি বিপণন কর্মকর্তা আ. মান্নান হাওলাদার প্রমুখ। কর্মশালায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, কৃষি উদ্যোক্তা, ব্যবসায়ী প্রতিনিধি মিলে ৪৫ জন অংশগ্রহণ করেন।

অনুষ্ঠনে প্রধান অতিথি বলেন, পেয়ারার উচ্চমূল্য পেতে প্রয়োজন-এর প্রক্রিয়াজাতকরণ। আর তা সমবায়ভিত্তিতে করা চাই। তাহলেই শতভাগ সুফল পাওয়া সম্ভব। এজন্য নতুন নতুন উদ্যোক্তা তৈরি করতে হবে।