নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালের বিনা তিল-২’র মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১ টায় বাবুগঞ্জের রহমতপুরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) উদ্যোগে এর নিজস্ব ক্যাম্পাসে এই মাঠদিবসের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিনার মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বিমল চন্দ্র কুন্ডু, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাইদুর রহমান, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন এবং উপজেলা কৃষি অফিসার মো. মামুনুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিনার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুন নাহার।
মাঠদিবসে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক, কৃষক মো. কবির হোসেন প্রমুখ। মাঠদিবসে ৫০ জন কৃষক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বরিশাল অঞ্চলের উঁচু জায়গাগুলো বিনা তিল-২ চাষ বেশ উপযোগী। হেক্টরপ্রতি এর ফলন ১ হাজার ৮০০ কেজি প্রায়। যেহেতু ভোজ্যতেলের চাহিদা পূরণ করতে আমাদের প্রতিবছর ২০-২৫ হাজার কোটি টাকার তেল আমদানি করতে হয়। তাই সরিষার পাশাপাশি তিল আবাদ সম্প্রসারণ করতে পারলে প্রচুর বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা সম্ভব হবে।