নাহিদ বিন রফিক (বরিশাল):ঝালকাঠির রাজাপুরে সূর্যমুখীর মাঠ দিবস ও কারিগরী আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ১১ জুন উপজেলার উত্তমপুরে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এই মাঠদিবসের আয়োজন করা হয়।
তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের এই মাঠদিবসে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার (ভারপ্রাপ্ত) মো. জাকির হোসেন তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মোসা. শাহিদা শারমিন আফরোজ।
প্রধান অতিথি তেলজাতীয় ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করেন এবং বন্যাসহনশীল জাত নির্বাচনে তাদের পরামর্শ দেন। এছাড়া সূর্যমুখী চাষে সার ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা দেন। পরে তিনি অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণের উদ্বোধন করেন ।